রাজ্য বিভাগে ফিরে যান

রামপুরহাট পুরভোটের পদ্ম-প্রার্থী তৃণমূলে যোগ দেওয়ায় অস্বস্তিতে বিজেপি

February 11, 2022 | < 1 min read

ফের বিজেপি-তে ভাঙন। বিজেপি প্রার্থী হিসেবে পুরভোটে মনোনয়ন পেশ করার পর, তৃণমূলে যোগ দিলেন বীরভূমের রামপুরহাটের ১১ নম্বর ওয়ার্ডের সন্দীপ চক্রবর্তী। রাজ্যের উন্নয়নে শামিল হতেই দলবদল করেছেন বলে জানিয়েছেন তিনি। ভয় দেখিয়ে দলবদল বলে দাবি করে কমিশনে অভিযোগ জানানোর তোড়জোড় বীরভূম বিজেপি-র।

দিন কয়েক আগেই বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন সন্দীপ। শুক্রবার তৃণমূলে যোগ দিলেন। তাঁর হাতে ঘাসফুল পতাকা তুলে দেন জেলা পরিষদের মেন্টর তথা লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ। উপস্থিত ছিলেন রামপুরহাটের বিধায়ক তথা রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে যোগ দিয়ে সন্দীপ বলেন, ‘‘রাজ্যের উন্নয়নে শামিল হতেই এই পদক্ষেপ করলাম।’’

অভিজিৎ বলেন, ‘‘বীরভূম জেলার সমস্ত পুরসভাতেই তৃণমূল জয় পাবে। রামপুরহাট পুরসভায় মানুষের সমর্থনে তৃণমূলই বোর্ড গঠন করতে চলেছে। যে দল হারবে, যে দলের কোনও সংগঠন নেই , সেখান থেকে কী লাভ? সেই কারণেই সন্দীপ তৃণমূলে যোগ দিলেন।’’

দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে যে ভাবে সন্দীপ তৃণমূলে যোগ দিলেন, তাতে স্পষ্টতই অস্বস্তিতে বিজেপি। বিজেপি-র বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, ‘‘তৃণমূল বিজেপি প্রার্থীদের হুমকি দিয়ে, শাসিয়ে দলে যোগ দেওয়াচ্ছে বা মনোনয়ন প্রত্যাহার করাচ্ছে। আমরা সমস্ত তথ্য প্রমাণ-সহ নির্বাচন কমিশনে অভিযোগ জানাবো।’’ শনিবার বিজেপি আদৌ বীরভূমে আর লড়বে কি না তা নিয়ে সিদ্ধান্ত হবে বলেও তিনি জানিয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #tmc, #Rampurhat, #candidate, #Municipal elections

আরো দেখুন