দলীয় প্রার্থীর বিরুদ্ধেই দেওয়াল লিখন বিজেপির, হতশ্রী গেরুয়া শিবির

এবার দলীয় প্রার্থীর বিরুদ্ধেই দেওয়াল লিখন বিজেপি’র ওয়ার্ড কমিটির পক্ষ থেকে। স্পষ্ট করে ওই দেওয়াল লিখনে ভোটারদের কাছে ‘বহিরাগত’ বিজেপি প্রার্থীকে একটিও ভোট না দেওয়ার আবেদন জানানো হয়েছে। ইংলিশবাজার পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে এই দেওয়াল লিখন নিয়ে অস্বস্তিতে পড়েছেন জেলা বিজেপি নেতৃত্ব।
উল্লেখ্য, ইংলিশবাজার পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী করেছে রোহিত হালদারকে। তিনি সংলগ্ন ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে দাবি বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের। অন্য ওয়ার্ডের বাসিন্দাকে নিয়ে এনে প্রার্থী করায় দলের একাংশ যে ক্ষুব্ধ তা ঠারেঠোরে স্বীকার করে নিয়েছেন বিজেপি নেতৃত্বও।
উল্লেখ্য, ইতিমধ্যেই ইংলিশবাজার পুরসভার একটি ওয়ার্ডে দলীয় প্রার্থী না থাকায় সুর চড়িয়েছেন বিজেপি’র নেতাকর্মীদের একাংশ। এবার প্রকাশ্যে দলীয় প্রার্থীকে ভোট না দেওয়ার আবেদন জানিয়ে দলেরই ওয়ার্ড কমিটির নামে দেওয়াল লিখন নতুন করে বিড়ম্বনায় ফেলেছে বিজেপিকে। অন্যদিকে দলে থেকেও যে বা যাঁরা এই ধরণের দেওয়াল লিখেছেন তাঁদের চিহ্নিত করে কড়া ব্যবস্থার নেওয়ার দাবিও দলের অন্দরে উঠছে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে।
পাশাপাশি, ময়নাগুড়ি পুরসভা নির্বাচনের আগে বিজেপিতে ভাঙন ধরাল তৃণমূল কংগ্রেস। ময়নাগুড়ির দুই পরিচিত মুখ বাপি সরকার ও সত্যজিৎ শর্মা শুক্রবার বিজেপি ছেড়ে জোড়াফুল শিবিরে যোগদান করেন। একসময় তাঁরা তৃণমূলেই ছিলেন। শুক্রবার ময়নাগুড়ি তৃণমূল পার্টি অফিসে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন ময়নাগুড়ি-১ ব্লক সভাপতি মনোজ রায়।