নাকা চেকিংয়ের সময় মিলল সত্তর হাজার পাঁচশ টাকা! গ্রেপ্তার খড়ার বিজেপি প্রার্থী
শনিবার রাত পোহালেই রাজ্যের ১০৮টি পুরসভায় ভোট। সর্বত্রই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এর মধ্যেই বিপাকে গেরুয়া শিবির। নাকা চেকিংয়ের সময় বিজেপি প্রার্থীর কাছ থেকে উদ্ধার হল প্রায় সত্তর হাজার পাঁচশ টাকা।পুরভোটে বিধি ভাঙার অভিযোগে ওই বিজেপি প্রার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।।
পশ্চিম মেদিনীপুরের খড়ার পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে পদ্ম শিবিরের প্রার্থী হয়েছেন ফাল্গুনী মিশ্র। জানা গিয়েছে, রাত বারোটা নাগাদ বাড়ি ফিরছিলেন ওই বিজেপি প্রার্থী। সেই সময় নাকা তল্লাশি চালায় পুলিশ। তখনই বিজেপি প্রার্থীর কাছ থেকে উদ্ধার হয় বিপুল অঙ্কের টাকা। ঘটনায় রাতেই গ্রেফতার করা হয় ফাল্গুনী মিশ্রকে। যদিও গ্রেফতারের পরে রাতেই জামিনে মুক্তি পান তিনি।
ঘটনার পরই নিন্দায় সরব হয়েছেন এলাকার মানুষ। খড়ার পৌর এলাকার ওই ওয়ার্ডের বাসিন্দারা হাতে প্ল্যাকার্ড নিয়ে রাজ্য সড়ক অবরোধ করেন। এক এলাকাবাসী অভিযোগ জানিয়ে বলেন, ‘বিজেপি প্রার্থীরা এই ভাবেই ভোট কিনতে চাইছে টাকা দিয়ে। তাই এর তীব্র ধিক্কার জানাই। আমরা চাই অবিলম্বে ওই প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিক প্রশাসন এবং তাঁকে গ্রেপ্তার করুক।’