বার অ্যাসোসিয়েশনের বৈঠকে দুই গোষ্ঠীর মধ্যে বচসা- ধাক্কাধাক্কি
কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) কয়েকজন বিচারপতির আচরণ নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগকে কেন্দ্র করে ধুন্ধুমার ঘটল রাজ্য বার অ্যাসোসিয়েশনের বৈঠকে । সূত্রের খবর, সরকার বিরোধী ও সরকার সমর্থক আইনজীবীদের মধ্যে বচসা ও ধাক্কাধাক্কি হয়, মাইক কেড়ে নেওয়া হয়। বৈঠকের পরে তার রেশ গড়ায় হাইকোর্টের বাইরেও। সেখানেও দুই গোষ্ঠীর মধ্যে ধাক্কাধাক্কি চলে।
ওই বৈঠকে আইনজীবীদের একাংশ কতিপয় বিচারপতির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতেই গোলমালের সূত্রপাত। প্রতিবাদ করে আইনজীবীদের অন্য আর একটি অংশ। এই নিয়ে দু’পক্ষের মধ্যে ঝামেলা লেগে যায়। বার অ্যাসোসিয়েশনের সভাপতি অরুনাভ ঘোষের অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশে কয়েকজন তৃণমূল সমর্থক আইনজীবী বিচারপতিদের একাংশের বিরুদ্ধে নানা কথাবার্তা বলেন। বিচারপতিরা সরকার বিরোধী কোনও নির্দেশ দিলেই প্রতিবাদ হচ্ছে। এটা কাঙ্ক্ষিত না। তিনি জানান, এদিন শুক্রবার অ্যাসোসিয়েশনের বৈঠকে মাইক পর্যন্ত কেড়ে নেওয়া হয়। কাউকে কথা বলতে দেওয়া হয়নি। কিছু আইনজীবী প্রস্তাব আনার চেষ্টা করেছিলেন কয়েকজন বিচারপতির বিরুদ্ধে। সেটাও রুখে দেওয়া হয়েছে।
অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বব্রত মল্লিকের দাবি, কোনও বিচারপতির বিরুদ্ধে তাঁদের ক্ষোভ নেই। সিপিএম কংগ্রেস এবং বিজেপি সমর্থিত আইনজীবীরা বৃহস্পতিবার থেকে বিচারপতিদের বয়কটের চেষ্টা চলছে বলে গুজব ছড়াচ্ছেন। তিনি আরও জানান, বার ও বেঞ্চের মধ্যে সমন্বয় সাধনের মধ্যে এদিন বৈঠক ডাকা হয়েছিল। সেই বৈঠকে গোলমাল করার চেষ্টা চলে।