রাজ্য বিভাগে ফিরে যান

পুলিস কমিশনারেটের সংখ্যার নিরিখে দেশে তৃতীয় বাংলা

March 19, 2022 | 2 min read

কোনও রাজ্যে পুলিস কমিশনারেটের সংখ্যার নিরিখে গোটা দেশে পশ্চিমবঙ্গ যুগ্মভাবে তৃতীয়।  শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে পুলিস কমিশনারেটের সংখ্যা ১১টি।  দ্বিতীয় স্থানে রয়েছে  তেলেঙ্গানা রাজ্য। সদ্য গঠিত এই রাজ্যে মোট ৯টি কমিশনারেট গঠিত হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সংসদের দুই কক্ষে পেশ করা  হোম স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট থেকে এই তথ্য জানা গিয়েছে।

এমনিতে দেশের কোনও শহরের জনসংখ্যা দশ লাখের বেশী হলেই সেখানে পুলিস কমিশনারেট তৈরির সুপারিশ করেছিল কমিটি। এই সুপারিশকে মাথায় রেখেই, ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন ছ’টি পুলিস কমিশনারেট তৈরি করেন। বর্তমানে এরাজ্যে পুলিস কমিশনারেটের সংখ্যা ৭টি। গোটা দেশের নিরিখে পশ্চিমবঙ্গ তামিলনাড়ুর  সঙ্গে যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছে। আগামী দিনে হলদিয়ার মতো শিল্প শহরে নতুন পুলিস কমিশনারেট তৈরির প্রস্তাব  বিবেচনাধীন।

সেদিক থেকে বিচার করলে, এটা তৃণমূল সরকারের সাফল্য হিসেবে গন্য করতে হয়।  কেননা, ৩৪ বছরের বাম শাসনে একটিও পুলিস কমিশনারেট তৈরি করতে পারেনি তৎকালীন সরকার। যদিও এরাজ্যে সদ্য তৈরি  পুলিস কমিশনারেটেগুলিতে পরিকাঠামো,  গোয়েন্দা বিভাগ এবং ট্রাফিকের মতো শাখা  দক্ষ পুলিসকর্মীর অপ্রতুলতা  নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে।  

 তবে বিজেপি শাসিত রাজ্যগুলির মধ্যে গুজরাতে পুলিস কমিশনারেটের সংখ্যা চারটি। এই রাজ্যের আমেদাবাদ, ভদোদরা, সুরাত এবং রাজকোটে পুলিস কমিশনারেট রয়েছে। পাশাপাশি, কর্নাটকে পুলিস কমিশনারেটের সংখ্যা  ছ’টি। কিন্তু যোগীর রাজ্য উত্তরপ্রদেশে একটিও পুলিস কমিশনারেট নেই। পুলিস কমিশনারেট নেই বিজেপি শাসিত মধ্যপ্রদেশে।

উল্লেখ্য, ২০১৯ সালে মুশেরা কমিটি সুপারিশ করেছিল, শহর-কেন্দ্রিক অপরাধ দমন ও আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি অপরাধের দ্রুত কিনারা জন্য দেশের প্রতিটি রাজ্যে যত বেশী সম্ভব পুলিস কমিশনারেট তৈরি করতে হবে। কোনও শহরের জনসংখ্যা দশ লাখের বেশী হলেই সেখানে কমিশনারেট তৈরি করতে হবে। কিন্তু    সংসদের দুই কক্ষে পেশ করা  হোম স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট বলছে, উত্তরপ্রদেশ  বা মধ্যপ্রদেশের মতো  দেশের বেশ কয়েকটি রাজ্যে যথেষ্ট সংখ্যক জনসংখ্যা থাকা সত্বেও সেখানে পুলিস কমিশনারেট তৈরি করা হয়নি। 

রিপোর্টে হোম স্ট্যান্ডিং কমিটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে  সুপারিশ করেছে,   দশ লাখ জনসংখ্যা রয়েছে, এমন শহরে  অবিলম্বে সংশ্লিষ্ট রাজ্য যাতে  পুলিস কমিশনারেট গঠন করে। পাশাপাশি, কমিটি  ব্যুরো অব পুলিস রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্টকে কমিশনারেট ও সাবেক পুলিস ব্যবস্থার মধ্যে একটি তুলনামূলক পর্যবেক্ষণ পেশ করে। যাতে পুলিস কমিশনারেট তৈরি করেনি এমন রাজ্যগুলি কমিশনারেট তৈরিতে উৎসাহিত হয়। 

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Police Commissionerate

আরো দেখুন