রাজ্য বিভাগে ফিরে যান

মূল্যবৃদ্ধির চাপ পড়ল মুদ্রণশিল্পে, বাড়তে চলেছে ছাপার খরচ

March 21, 2022 | < 1 min read

মূল্যবৃ্দ্ধির বাজারে এবার বাড়তে চলেছে ছাপার খরচও। এখন ছাপতে যা খরচ হয়, তা ২৫ থেকে ৩০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিল ওয়েস্ট বেঙ্গল মাস্টার প্রিন্টার্স অ্যাসোসিয়েশন(WBMPA)।

অ্যাসোসিয়েশনের তরফে এক বিবৃতি জানানো হয়েছে, গত এক বছর কাঁচামালের দাম উর্ধ্বমুখী। বোর্ড- কালি-রাসায়নিক, সবকিছুরই দাম বেড়েছে। বিপাকে পড়েছেন ছাপাখানার মালিকরা। মুদ্রণ শিল্পে আর তেমন লাভ হচ্ছে না। ফলে বাধ্য হয়েই এই দামবৃদ্ধির সিদ্ধান্ত।

এ রাজ্যে ছাপাখানার সংখ্যা নেহাতই কম নয়। ১৯৩৬ সালে নিজেদের একটি সংগঠন তৈরি করেন ছাপাখানার মালিকেরা। নাম, ওয়েস্ট বেঙ্গল মাস্টার প্রিন্টার্স অ্যাসোসিয়েশন(WBMPA)। এদিন বৈঠকে বসেছিলেন সংগঠনের সদস্যরা। সেই বৈঠকে দামবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Price of Printing, #Rate, #WBMPA

আরো দেখুন