প্রয়াত বিশিষ্ট শিক্ষাবিদ সুনন্দ সান্যাল
প্রয়াত হলেন বিশিষ্ট শিক্ষাবিদ সুনন্দ সান্যাল (Sunanda Sanyal)। মঙ্গলবার সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। বেশ কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি।
১৯৩৪ সালে বাংলাদেশে পাবনাতে সুনন্দবাবুর জন্ম। এদিনই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় নিমতলা মহাশ্মশানে।
মাতৃভাষায় শিক্ষার বিষয়ে সুনন্দবাবু ছিলেন বাংলার শিক্ষা আন্দোলনে অগ্রণী ব্যক্তিত্ব। বাম ও তৃণমূল জমানায় দুটি শিক্ষা কমিশনে ছিলেন এই শিক্ষাবিদ। বাম জমানায় প্রয়াত অশোক মিত্রর নেতৃত্বে যে কমিশন তৈরি হয়েছিল তার অন্যতম সদস্য ছিলেন সুনন্দবাবু। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পর একটি শিক্ষা কমিশনের চেয়ারম্যানও করা হয়েছিল তাঁকে। কিন্তু দুই ক্ষেত্রেই অন্যদের সঙ্গে মনোমালিন্যের কারণে কমিশন ছেড়ে দিয়েছিলেন সুনন্দ সান্যাল।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পরিবর্তনের আন্দোলনেও অন্যতম মুখ ছিলেন সুনন্দবাবু। বাম জমানায় শিক্ষায় সিপিএমের দলতন্ত্র প্রতিষ্ঠার অভিযোগেও সরব হতে দেখা যেত তাঁকে। বর্ণময় চরিত্রের শিক্ষাবিদের জীবনাবসান হল এদিন।