রাজ্য বিভাগে ফিরে যান

তাজপুর বন্দরের টেন্ডারে সর্বোচ্চ দর আদানীর, শেয়ার বাজারেও হল উত্থান

March 27, 2022 | 2 min read

জোরদার টক্কর হল জেএসডব্লুউ গ্রুপের সঙ্গে। শেষপর্যন্ত ৭,০০০ কোটি টাকার তাজপুর বন্দর প্রকল্পের জন্য সবথেকে বেশি দর হাঁকল আদানী পোর্ট। সূত্র উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

প্রাথমিকভাব তাজপুর বন্দর প্রকল্পের জন্য একাধিক প্রথমসারির সংস্থা আগ্রহ প্রকাশ করেছিল। যদিও শেষপর্যন্ত দর হেঁকেছে শুধুমাত্র গৌতম আদানির সংস্থা এবং সজ্জন জিন্দলের জেএসডব্লুউ গ্রুপ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

প্রাথমিকভাব তাজপুর বন্দর প্রকল্পের জন্য একাধিক প্রথমসারির সংস্থা আগ্রহ প্রকাশ করেছিল। যদিও শেষপর্যন্ত দর হেঁকেছে শুধুমাত্র গৌতম আদানির সংস্থা এবং সজ্জন জিন্দলের জেএসডব্লুউ গ্রুপ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

নাম গোপন রাখার শর্তে এক সরকারি আধিকারিককে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, মোট রাজস্বের ০.২৫ শতাংশ শেয়ারের প্রস্তাব দিয়েছিল আদানি পোর্ট। জেএসডব্লুউ গ্রুপ ০.২৩ শতাংশ শেয়ারের প্রস্তাব দিয়েছিল। পরবর্তীতে সেই শেয়ারের পরিমাণ চার শতাংশ হয়ে যাবে। তবে সেটা ৯৯ বছর ছাড়ের পর। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)

নাম গোপন রাখার শর্তে এক সরকারি আধিকারিককে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, মোট রাজস্বের ০.২৫ শতাংশ শেয়ারের প্রস্তাব দিয়েছিল আদানী পোর্ট। জেএসডব্লুউ গ্রুপ ০.২৩ শতাংশ শেয়ারের প্রস্তাব দিয়েছিল। পরবর্তীতে সেই শেয়ারের পরিমাণ চার শতাংশ হয়ে যাবে। তবে সেটা ৯৯ বছর ছাড়ের পর। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)

আপাতত সেই আদানির সেই দরের প্রস্তাব পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার কাছে পেশ করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মন্ত্রিসভার অনুমোদন পেলেই আদানি পোর্টের হাতে যাবে তাজপুর বন্দর প্রকল্প। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)

আপাতত সেই আদানীর সেই দরের প্রস্তাব পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার কাছে পেশ করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মন্ত্রিসভার অনুমোদন পেলেই আদানী পোর্টের হাতে যাবে তাজপুর বন্দর প্রকল্প। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)

গত বছরের ডিসেম্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন গৌতম আদানি। গত মাসে নবান্নে মমতার সঙ্গে গৌতমের ছেলে করণও দেখা করেছিলেন। (ফাইল ছবি, সৌজন্যে টুইটার @gautam_adani)

গত বছরের ডিসেম্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন গৌতম আদানী। গত মাসে নবান্নে মমতার সঙ্গে গৌতমের ছেলে করণও দেখা করেছিলেন। (ফাইল ছবি, সৌজন্যে টুইটার @gautam_adani)

তারইমধ্যে শুক্রবার বেড়েছে আদানি বন্দরের শেয়ারের দাম। বাজার বন্ধের সময় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনসিই) প্রতিটি শেয়ারের দাম প্রায় ১.৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৪৩.২৫ টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

তারইমধ্যে শুক্রবার বেড়েছে আদানী বন্দরের শেয়ারের দাম। বাজার বন্ধের সময় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনসিই) প্রতিটি শেয়ারের দাম প্রায় ১.৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৪৩.২৫ টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Tajpur, #adani ports

আরো দেখুন