বিজেপির তিন মোর্চার জেলা সভাপতি নিয়োগ, চরমে অন্তর্কলহ
April 4, 2022 | < 1min read
ছ’মাস কেটে গিয়েছে রাজ্য বিজেপির সভাপতি হয়েছেন সুকান্ত মজুমদার। কোন্দলে জীর্ণ গেরুয়া পার্টির নতুন রাজ্য কমিটি তৈরি করতে হিমশিম অবস্থা হয় তাঁর আমলে। নতুন জেলা সভাপতিদের নিয়োগ ঘিরেও রাজ্য বিজেপির অন্দরে বিতর্ক চরমে উঠেছে। তারই জেরে রীতেশ তিওয়ারি, জয়প্রকাশ মজুমদারদের বহিষ্কার। লকেট চট্টোপাধ্যায়, সায়ন্তন বসুদের সঙ্গে দলের দূরত্ব ক্রমেই বেড়ে চলেছে। এই পরিস্থিতে রবিবার বিজেপির কিষান মোর্চা, সংখ্যলঘু মোর্চা এবং ওবিসি মোর্চার সাংগঠনিক জেলার সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে। বিতর্ক তৈরি হয়েছে তা নিয়েও। একাধিক প্রাক্তন মোর্চা সভাপতির অভিযোগ, পুরনো যোগ্যদের বাদ দিয়ে বসানো হয়েছে অযোগ্যদের। রাজ্য পার্টির ক্ষমতাশালী কিছু নেতা জেলায় জেলায় তাঁদের ‘কাছের লোক’ বসাতেই এই কাণ্ড ঘটিয়েছেন।