দেশ বিভাগে ফিরে যান

শরদ পওয়ারের বাড়িতে দুষ্কৃতীদের হামলা, নিন্দায় সরব মমতা

April 9, 2022 | < 1 min read

মুম্বইয়ে এনসিপি প্রধান শরদ পওয়ারের বাড়িতে হামলার ঘটনার নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার টুইটারে তৃণমূলনেত্রী লিখেছেন, ‘দেশের অন্যতম প্রবীণ জননেতা শরদ পওয়ারের বাড়িতে হামলার নিন্দা করছি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের যে ঘোষণা করেছেন, তাকে স্বাগত জানাই।’

শুক্রবার বিকেলে মহারাষ্ট্র রাজ্য পরিবহণ নিগমের (এমএসআরটিসি) কর্মীদের একাংশ শরদের বাড়ি ‘সিলভার ওক’-এর সামনে বিক্ষোভ দেখান। অভিযোগ সে সময় তাঁর বাড়িতে জুতো ও ঢিল ছোড়া হয়। বাড়ির সামনে শরদ-কন্যা তথা এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলেকে ঘিরে বিক্ষোভও দেখানো হয়। সে সময় বিক্ষোভকারীদের একাংশ সুপ্রিয়ার সঙ্গে দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ।

স্বশাসিত সংস্থা এমএসআরটিসি-কে পুরোপুরি সরকারি প্রতিষ্ঠানে পরিণত করার দাবিতে গত অক্টোবর থেকে আন্দোলন চালাচ্ছেন কর্মীদের একাংশ। সম্প্রতি লাগাতার ধর্মঘটও শুরু করেছেন তাঁরা। ধর্মঘটিদের বিরুদ্ধে মহারাষ্ট্রের শিবসেনা-এনসিপি-কংগ্রেস সরকার কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়ায় শরদের বাড়িতে বিক্ষোভ দেখাতে গিয়েছিলেন আন্দোলনকারী কর্মীরা।

এমএসআরটিসি-তে অশান্তির পিছনে মহারাষ্ট্রের প্রধান বিরোধী দল বিজেপি-র মদত রয়েছে বলে অভিযোগ। বম্বে হাই কোর্ট বৃহস্পতিবার রায় দিয়েছে, ২২ এপ্রিলের মধ্যে ইতি টানতে হবে এমএসআরটিসি কর্মীদের।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Maharashtra, #tmc, #Mumbai, #NCP, #sharad power

আরো দেখুন