বাংলার সম্মান নষ্ট হতে দেব না, গেরুয়া ঘনিষ্ঠ মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার মমতা
April 11, 2022 | < 1min read
ছবি সৌঃ stories.uq.edu.au
কোথাও কিছু একটা ঘটনা ঘটলেই বাংলার সংবাদমাধ্যম নিজের মত করে মতামত দেওয়ার চেষ্টা করছে। তদন্ত হওয়ার আগেই সেই ঘটনা নিয়ে রীতিমত আলোচনা বসে যায়। ঘটনা কী ঘটেছে, সেটা জানা দরকার। অনেক সময় পুলিসও বলে, তদন্ত প্রয়োজন। কিন্তু সংবাদমাধ্যম তার আগেই মতামত দিয়ে দেয়। এখানকার মিডিয়া বাংলার ইমেজ নষ্ট করার চেষ্টা করছে। সোমবার একথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণের উদ্বোধন করে মমতা বলেন, শুধু নেগেটিভ, নেগেটিভ, নেগেটিভ। সারাদিন কুৎসা আর অপপ্রচার। বাংলার মিডিয়া বাংলাকেই হেনস্থা করছে। বাংলা সামাজিক সুরক্ষায় সারা বিশ্বের মধ্যে এক নম্বরে রয়েছে। অথচ একটা চকলেট বোমা পড়লেই বড় করে দেখানো হচ্ছে। সারাদিন সেটা নিয়ে আলোচনা চলছে। সহ্য করি মানে এটা নয়, সমস্ত সীমা ছাড়িয়ে যাবেন। বাংলার সম্মান নষ্ট হতে দেব না, প্রয়োজনে জীবন দেব।
এইডস হলে সম্পূর্ণ নিরাময় সম্ভব কি না এখনও প্রশ্ন ওঠে, কোন কোন বিষয়ে সচেতন থেকে aids থেকে দূরে থাকা সম্ভব? বিশ্ব এইডস দিবসে আলোচনায় ট্রপিক্যাল মেডিসিন এর প্রধান ডা: বিভূতি সাহা