আবার বন্দুকবাজের হানা নিউ ইয়র্কে। মঙ্গলবার সকালে ব্রুকলিনের সাবওয়ে স্টেশনে আচমকা শোনা যায় বিস্ফোরমের শব্দ। এলোপাথাড়ি গুলি চালায় কয়েকজন আততায়ী। সানসেট পার্কের অনতিদূরের এলাকা ধোঁয়ায় ভরে যায়। স্টেশন থেকে শোনা যায় আমজনতার আর্ত চিৎকার। নিউ ইয়র্ক প্রশাসন সূত্রে খবর, এই আততায়ী হামলায় অন্তত ১৩ জন নাগরিক গুরুতর আহত হয়েছেন। অকুস্থল থেকে উদ্ধার হয়েছে বিস্ফোরকও।
নিউ ইয়র্ক সিটি পুলিশ জানিয়েছে, তাদের প্রাথমিক অনুমান গুলি কিংবা বড় কোনও বিস্ফোরক ব্যবহার হয়েছে। তারা তদন্ত চালাচ্ছে। আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলত সকালের ব্যস্ততার মধ্যে অসুবিধায় পড়েন আশেপাশের নিত্যযাত্রীরা। তাছাড়া আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
The NYPD is looking for a male suspect last seen wearing a gas mask and an orange construction vest. -NYT pic.twitter.com/w4lfM1vn2I