রাজ্য বিভাগে ফিরে যান

মে মাসে আবার বঙ্গে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়? এমনটাই বলছে পূর্বাভাস

April 29, 2022 | < 1 min read

ছবি সৌজন্যে- ওয়ান ঈন্ডিয়া

বৈশাখের প্রচণ্ড দাবদাহের মধ্যে বৃষ্টির অপেক্ষায় গোটা দক্ষিণবঙ্গ। ইতিমধ্যে রবিবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। এরই মধ্যে মে-র মাঝামাঝি বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড়। যা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে বলে মনে করছেন অনেকে।

পূর্বাভাস অনুসারে আগামী ৫ মের পর বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত। যা প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। প্রবল শক্তি নিয়ে সেই ঝড় আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলে।

আবহবিদরা জানাচ্ছেন, উত্তর ভারত মহাসাগর বা দক্ষিণ আন্দামান সাগরে সৃষ্টি হবে ওই ঘূর্ণাবর্ত। বর্তমানে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা রয়েছে ২৮ – ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। যার ফলে ক্রমশ শক্তি বাড়াবে ঘূর্ণাবর্তটি। নিম্নচাপ, সুস্পষ্ট নিন্মচাপ, গভীর নিম্নচাপ হয়ে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। তবে গোটাটাই নির্ভর করছে ঘূর্ণাবর্ত সৃষ্টির পর আবহমণ্ডলের উচ্চস্তরে বাতাসের গতি ও তার অভিমুখের ওপর।

ঘূর্ণিঝড়টির পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে গাঙ্গেয় বদ্বীপে আছড়ে পড়ার বড়সড় সম্ভাবনা রয়েছে। তেমনটা হলে উপকূলবর্তী জেলাগুলির ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। বলে রাখি, মে মাসে পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার অভিজ্ঞতা খুব সুখের নয়। আয়লা থেকে আমফান, আঘাত হেনেছিল এই মে মাসেই।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #cyclone, #Weather forecast

আরো দেখুন