রাজ্য বিভাগে ফিরে যান

কার্যালয় বানাতে ব্যয় কোটি টাকা, অথচ ক্ষতিগ্রস্ত বিজেপি কর্মীদের অনুদান মাত্র ২-৪ টাকা!

May 10, 2022 | 2 min read

দেশের সবচেয়ে বিত্তশালী রাজনৈতিক দলটির নাম বিজেপি। দিল্লিতে তাদের জাতীয় কার্যালয় পাঁচতারা হোটেলের জৌলুসকেও হার মানায়। বঙ্গে ক্ষমতার ‘মধুভাণ্ড’ এখনও অধরা হলেও একাধিক জেলায় তিন-চার কোটি টাকা খরচে চোখ ধাঁধানো পার্টি অফিস বানিয়েছে তারা। এহেন সম্পদশালী দলের কেন্দ্রীয় নেতৃত্ব ‘হিংসায় ক্ষতিগ্রস্ত’ কর্মীদের জন্য অনুদান বাবদ কারও অ্যাকাউন্টে পাঠিয়েছে এক টাকা, কারও ভাগ্যে জুটেছে দু’টাকা। চার টাকাও পেয়েছেন কয়েকজন। সর্বোচ্চ অনুদানের পরিমাণ ১৫ টাকা!

বিধানসভা নির্বাচনের পর ‘ক্ষতিগ্রস্ত’ কর্মীদের অনুদান দেওয়ার কথা জানিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়া অনুদানের বহর দেখে কর্মীদের অনেকেই প্রশ্ন তুলেছেন, ‘নেতারা কি ভিক্ষা দিচ্ছেন? এ তো দেখছি, দলই আমাদের কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছে!’

বিজেপি সূত্রে জানা গিয়েছে, এই অনুদান দিতে কয়েকমাস আগে প্রত্যেক জেলার ‘ক্ষতিগ্রস্ত’ কর্মীদের নামের তালিকা বানানো হয়। শুধু পূর্ব বর্ধমানেই প্রায় আড়াই হাজার কর্মীর নাম রাজ্য নেতৃত্বের কাছে পাঠানো হয়। তাঁদের অনেকের অ্যাকাউন্টে মাস দু’য়েক আগে এক টাকা, দু’টাকা করে জমা পড়েছে। শতাধিক কর্মীর অ্যাকাউন্টে জমা পড়েছে ১৫ টাকা। দলের অ্যকাউন্ট থেকেই ‘ক্রেডিট’ হয়েছে ওই টাকা। প্রথমে তাঁরা ভেবেছিলেন, পরীক্ষামূলকভাবে প্রথমে অল্প টাকা পাঠানো হয়েছে। পরে হয়তো মোটা টাকা ঢুকবে অ্যাকাউন্টে। কিন্তু এখনও পর্যন্ত আর কোনও টাকা না আসায় তাঁরা রীতিমতো অপমানিত বোধ করছেন। 

বিজেপির পূর্ব বর্ধমান জেলা কমিটির সদস্য মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, ‘ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত কর্মীদের সহযোগিতা করা হবে।’ জেলা কমিটির আরেক সদস্য রাজু পাত্র বলেন, ‘সম্ভবত অ্যাকাউন্ট পরীক্ষা করা হচ্ছে।’ এর পরেই ক্ষতিপূরণের টাকা ঢুকবে। নিতাই দাস নামে বর্ধমান শহরের এক বিজেপি কর্মী বলেন, ‘আমার অ্যাকাউন্টে ১ টাকা ৯৯ পয়সা জমা পড়েছে। দু’মাস আগে দলের অ্যাকাউন্ট থেকে ওই টাকা ক্রেডিট হয়। তারপর আর কোনও টাকা আসেনি।’ বিজেপির আরেক কর্মী বলেন, ‘ওই টাকা দিয়ে আমাদের অপমান করা হয়েছে। বিধানসভা নির্বাচনের পর দলের নেতারা আমাদের খোঁজখবর নেননি। কী অবস্থায় আছি, কেউ জানতে চায়নি। হঠাৎ একদিন  এসে বলল, ক্ষতিপূরণ দেওয়া হবে। নামধাম নেওয়া হল। কিন্তু অনুদান দেওয়ার নামে এভাবে অপমান করবে জানলে অ্যাকাউন্ট নম্বরই দিতাম না।’ 

TwitterFacebookWhatsAppEmailShare

#BJP West Bengal

আরো দেখুন