খেলা বিভাগে ফিরে যান

ডেনমার্ককে ৩-২ ব্যবধানে হারিয়ে প্রথমবার থমাস কাপ ব্যাডমিন্টনের ফাইনালে ভারত

May 14, 2022 | < 1 min read

এভাবেই ইতিহাস রচনা হয়। গতদিন থমাস কাপ (Thomas Cup) ব্যাডমিন্টনে ৭৩ বছর পরে পদক নিশ্চিত করেছিল ভারতীয় তারকারা। শুক্রবার আবার তার মধ্যে ফাইনালে চলে গেল ডেনমার্ককে হারিয়ে। সেক্ষেত্রে রূপো পদক নিশ্চিত করলেন শ্রীকান্ত, প্রণয়রা।

ফাইনালে ভারত খেলবে ইন্দোনেশিয়ার বিপক্ষে। এ দিন ব্যাঙ্ককে মালয়েশিয়ার মতো ডেনমার্ককেও ৩-২ ব্যবধানে হারিয়ে দিয়েছেন ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন দলের তারকারা। মালয়েশিয়ার বিরুদ্ধে যাঁরা জিতেছিলেন, ডেনমার্কের বিরুদ্ধে তাঁরাই ভারতকে জয় এনে দিলেন।

প্রথম ম্যাচে নামেন লক্ষ্য সেন, তিনি এ দিনও হেরে গেলেন। ১৩-২১, ১৩-২১ লক্ষ্য হেরে যান ভিক্টর অ্যাক্সেলসেনের কাছে। লক্ষ্য চলতি আসরে ভাল ফর্মে নেই।

এর পর নেমেছিলেন ডাবলস জুটি সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি। তাঁরা ২২-২০, ২১-২৩, ২২-২০ গেমে হারিয়ে দেন কিম অস্ট্রুপ এবং ম্যাথিয়াস ক্রিশ্চেনসেনের জুটিকে।

তৃতীয় ম্যাচে নেমেছিলেন শ্রীকান্ত। তিনি অ্যান্ডার্স অ্যান্টনসেনকে ২১-১৮, ১২-২১, ২১-১৫ গেমে হারিয়ে ভারতকে এগিয়ে দেন। চতুর্থ ম্যাচে আবার স্কোর সমান হয়ে যায়।

শেষ গেমে বাজিমাত প্রণয়ের, তিনি শেষে ১৩-২১, ২১-৯, ২১-১২-এতে রাসমাস জেমকে-কে হারিয়ে ভারতকে ফাইনালের টিকিট এনে দিয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#thomas cup 2022

আরো দেখুন