আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

আড়াই মাস পর আবার খুলছে কিভের ভারতীয় দূতাবাস

May 14, 2022 | < 1 min read

রুশ-ইউক্রেন যুদ্ধের আবহে বন্ধ করে দেওয়া হয়েছিল কিভের ভারতীয় দূতাবাস। প্রায় আড়াই মাস বাদে তা আবার খুলে দেওয়া হচ্ছে।  বিদেশ মন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ইউক্রেনের দূতাবাস এতদিন পোল্যান্ডের ওয়ারশ থেকে চলত।

আগামী ১৭ মে থেকে তা আবার কিভে ফিরে আসছে।  উল্লেখ্য, রাশিয়া যুদ্ধ ঘোষণা করার কয়েকদিন পরই কিয়েভে ভারতীয় দূতাবাস বন্ধের কথা জানানো হয়। ১৩ মার্চ দূতাবাস ওয়ারশে সরিয়ে নেয় ভারত। সেখান থেকেই ভারতীয়দের উদ্ধারে তদারকি করেছেন আধিকারিকরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Indian embassy, #Kiv

আরো দেখুন