দেশ বিভাগে ফিরে যান

চলতি বছরে ১০ বার বাড়ল বিমান-জ্বালানির দাম, এবার এক ধাক্কায় বৃদ্ধি ৫.৩ শতাংশ!

May 16, 2022 | < 1 min read

পেট্রোল-ডিজেল এবং রান্নার গ্যাসের পরে এ বার ফের বাড়ল বিমান-জ্বালানি এটিএফের দর। চলতি বছরে এই নিয়ে ১০। এ দফায় দর বেড়েছে ৫.৩ শতাংশ। অর্থাৎ প্রতি কিলোলিটারে প্রায় ৬,১৮৮ টাকা!

এর ফলে দিল্লিতে এক কিলোলিটার এটিএফের দাম হল প্রায় ১ লক্ষ ২৩ হাজার ৩৯ টাকা। কলকাতায় ১ লক্ষ ২৭ হাজার ৮৫৪ টাকা, মুম্বইয়ে ১ লক্ষ ২৭ হাজার ৮৪৭ টাকা এবং চেন্নাইয়ে ১ লক্ষ ২৭ হাজার ২৮৬ টাকা। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির দাবি, বিশ্ব বাজারে জ্বালানির চড়া দামের প্রভাবই পড়ছে দেশে।

এটিএফের দর যে ভাবে বাড়ছে, তাতে বিমান সংস্থাগুলি সমস্যায় পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ তাদের খরচের প্রায় ৪০ শতাংশই জ্বালানি খাতে। এর জেরে বিমান ভাড়ার উপরে প্রভাব পড়বে কি না, সেই প্রশ্নও তৈরি হচ্ছে নতুন করে। প্রসঙ্গত, চলতি মাসের প্রথম দিনেই এটিএফের দাম ৩.২২ শতাংশ বেড়েছিল।

কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধী দলগুলি বিমান-জ্বালানির দাম বাড়ার ঘটনায় নিশানা করেছে কেন্দ্রকে। তৃণমূলের টুইটার হ্যান্ডলে লেখা হয়েছে, ‘আক্ষরিক অর্থেই আকাশ ছুঁয়েছে বিমানের জ্বালানির দাম। নতুন রেকর্ড গড়েছে। এ বছর এটি দশম বৃদ্ধি। নরেন্দ্র মোদীজি এটাই কি বৃদ্ধির সংজ্ঞা?’

TwitterFacebookWhatsAppEmailShare

#fuel price hike, #flight

আরো দেখুন