অনুমোদনের প্রয়োজন নেই কেন্দ্রের, ডিরেক্টররাই বন্ধ বা বিক্রি করতে পারবেন রাষ্ট্রায়ত্ত সংস্থা
কেন্দ্রীয় সরকারি সংস্থা বন্ধ কিংবা বিক্রি করাকে এখন আর বড়সড় কোনও নীতি নির্ধারণ প্রক্রিয়ার অঙ্গ করে রাখতে চাইছে না মোদী সরকার। কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ পর্যায়ের আর কোনও অনুমোদনের প্রয়োজন থাকলো না রাষ্ট্রায়ত্ত সংস্থা ও তার অধীনস্থ কোনও প্রতিষ্ঠান বিক্রি কিংবা বন্ধ করে দিতে । এখন থেকে যে কোনও রাষ্ট্রায়ত্ত সংস্থার প্রশাসনিক কর্তারাই (অর্থাৎ বোর্ড অফ ডিরেক্টরস) সংস্থার আর্থিক স্বাস্থ্য পর্যালোচনা করে সেই সংস্থাকে বন্ধ করে দিতে পারবে। সংস্থাটিকে বিক্রির সিদ্ধান্তও বোর্ড পরিচালক, চেয়ারম্যান অথবা ডিরেক্টররা নিতে পারেন। আর লাগবে না কেন্দ্রীয় মন্ত্রিসভার আনুষ্ঠানিক অনুমোদন।
একমাত্র মহারত্ন সংস্থাগুলির ক্ষেত্রে শুধু সার্বিক বেসরকারিকরণের সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা, বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এমনি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে । সরকারি সংস্থাকে বিক্রি করে দেওয়ার মতো বৃহৎ এক প্রক্রিয়াকে সাধারণ একটি রুটিন নিয়ম এবং বিভাগীয় সিদ্ধান্তের স্তরেই নামিয়ে আনতে চলেছে কেন্দ্র। আংশিক বিলগ্নিকরণ অথবা শেয়ার বিক্রি, ইউনিট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত এখন থেকে রাষ্ট্রায়ত্ত সংস্থার বোর্ড অফ ডিরেক্টর্স নিতে পারবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আওতায় থাকা ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট একটি নির্দেশিকা তৈরি করে দেবে। সেই নীতি ও নির্দেশিকা অনুসরণ করবে ওই সংস্থাগুলি।
এই সিদ্ধান্তের মাধ্যমে সরকারি সংস্থার আর্থিক পর্যালোচনা ও সেগুলির ভালোমন্দ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া থেকে নিজেকে সরিয়ে আনতে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার। যে কোনও সময় যে কোনও সংস্থাকেই আর্থিক শক্তি ও দুর্বলতার বিচারে বিক্রি কিংবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত সেই সংস্থার পরিচালক গোষ্ঠীই নিতে পারবে। বর্তমানের বিজেপি সরকার নিজেদের সুকৌশলে সরিয়ে নিচ্ছে সেই দায় থেকে।