রাজ্য বিভাগে ফিরে যান

ঘরে ফিরতেই বড় সাংগঠনিক দায়িত্ব পেলেন অর্জুন, সামলাবেন এই জেলা

May 24, 2022 | < 1 min read

তৃণমূলে ফেরার পর কোন দায়িত্ব দেওয়া হতে পারে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহকে? রবিবার ফুলবদলের পর ঠিক এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল সকলের মনে। অর্জুনের কাছ থেকে কী আশা করছে ঘাসফুল শিবির? এই নিয়ে শুরু হয়েছিল বিস্তর জল্পনা। অবসান ঘটল তার। অর্জুন সিংহকে বনগাঁ সাংগঠনিক জেলার দায়িত্ব দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক।

২০১৯ সালে কার্যত দীনেশ ত্রিবেদীর কাছে লোকসভার টিকিট খুইয়েই নাকি বিজেপিতে গেছিলেন অর্জুন। তারপর সেই দীনেশকে হারিয়েই ব্যারাকপুরের সাংসদ হন তিনি। তারপর ২০২১শে দীনেশ ত্রিবেদীও গুটিগুটি পায়ে বিজেপিতে যোগ দেন। তারপর হুগলি দিয়ে বয়ে গেছে অনেক জল। তৃণমূলে ফিরেছেন অর্জুন সিংহ।

আগামী ৩০ মে শ্যামনগরের অন্নপূর্ণা জুটমিল মাঠে জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারই প্রস্তুতির জন্য সোমবার টিটাগড়ের জেলা কার্যালয়ে বৈঠকের আয়োজন করেছিল তৃণমূল নেতৃত্ব। বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক,মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, মন্ত্রী ব্রাত্য বসু, মন্ত্রী রথীন ঘোষ, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মন্ত্রী সুজিত বসু. বিধায়ক পার্থ ভৌমিক প্রমুখ। এই বৈঠকে যোগ দিয়েছিলেন অর্জুন সিংও।

এই বৈঠকের শেষে সৌগত রায় জানান, অর্জুন সিংহকে দেওয়া হবে বনগাঁর দায়িত্ব।

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #Arjun singh, #Trinamool Congress

আরো দেখুন