কলকাতা বিভাগে ফিরে যান

ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনেই হতে চলেছে মেট্রো স্টেশন, ছাড়পত্র কর্তৃপক্ষের

May 27, 2022 | < 1 min read

মেট্রোর দুলুনির সঙ্গে ভিক্টোরিয়ার পরী দেখার ইচ্ছে আছে আপনার? থাকলে সে কল্পনা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা ঘনীভূত হচ্ছে। জোকা-বিবাদী বাগ মেট্রো রেল চলাচলের পথে যে মেট্রো স্টেশনগুলি তৈরি হওয়ার কথা রয়েছে তার মধ্যে ছিল ভিক্টোরিয়াও। অবশেষে সেই ছাড়পত্র এলো আজ।

স্টেশন তৈরি হলে ঐতিহ্যবাহী এই স্থাপত্যের ক্ষতি হতে পারে, এই আশঙ্কায় ভিক্টোরিয়ার সামনে স্টেশন তৈরির বিষয়টি আটকে ছিল।

অবশেষে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে মেট্রো স্টেশন তৈরির ছাড়পত্র মিলল। মেট্রো সূত্রে খবর, ভিক্টোরিয়া মেমোরিয়ালের ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে একটি রিপোর্ট রেল বিকাশ নিগমকে দেওয়া হয়েছে। সেই রিপোর্টে বলা হয়েছে মেট্রোর কাজের জন্য ভিক্টোরিয়া মেমোরিয়ালের কোনও ক্ষতি হবে না। এই বিষয়টি নিয়ে পর্যালোচনার জন্য ২০১৬ সালেই একটি কমিটি তৈরি করা হয়। সেই কমিটিতে সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট এবং আইআইটি খড়গপুরের গবেষকরা ছিলেন। তাঁরা ভিক্টোরিয়া মেমোরিয়ালে একটি কৃত্রিম কম্পন তৈরি করে বোঝার চেষ্টা করেন মেট্রোর কাজ চলাকালীন এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের কোনও ক্ষতি হবে কি না। সম্প্রতি সেই পরীক্ষার রিপোর্টই পেশ করেছে কমিটি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Victoria Memorial, #Metro Railway

আরো দেখুন