ইংরেজির জড়তা কাটাতে উপায় কী? বাতলে দিলেন মমতা
বাংলার পড়ুয়ারা মেধাবী। পরীক্ষাতেও ভালো ফল করেন। অনেকেরই আকাঙ্খা থাকে উচ্চশিক্ষায় ভালো কোনও স্ট্রিম নিয়ে পড়ার কিন্তু বাঁধ সাধে ইংরেজি ভাষার দক্ষতা। অনেকেই লিখতে ভালো পারলেও, বলতে গিয়ে হোঁচট খান। সেই থেকে তৈরি হয় হীনমন্যতা। এবার এই সমস্যার সমাধান বাতলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “যে সব ছেলেমেয়ে ইংরেজি শিখতে চায়, তাঁদের ইংরেজি শেখাও না। আমি তো ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপিএসদের সিঙ্গাপুরে পাঠাই, লন্ডনে পাঠাই।” বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উদ্দেশ্যে তাঁর বার্তা, “আপনারা স্পেশাল কোচিং ক্লাস করুন। আইএএস. আইপিএস কোচিংও শুরু করুন। দরকার হলে সল্টলেকে আমাদের যেটি আছে, সেটির সঙ্গে প্যাচ আপ করে দেব।”
মুখ্যমন্ত্রী আরও বলেন, “সল্টলেক থেকে গতকাল আইএএস হয়েছে। এই নতুন, সবে শুরু হয়েছে। আসছে বার আরও বেশি হবে। বাঁকুড়ার ছেলেমেয়েরা পড়াশোনায় খুব ভাল। ওরা খুব মেধাবী। ওরা সুযোগ পেয়ে যাবে।” প্রয়োজনে অবসরপ্রাপ্ত আমলাদের ডেকেও ক্লাস করানোর পরামর্শ দেন মমতা।
প্রসঙ্গত, সোমবার প্রকাশিত হয়েছে সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফলাফল। ইউপিএসসি-র চূড়ান্ত ফলাফলে অভাবনীয় সাফল্য মেয়েদের। প্রথম চারটি স্থানেই রয়েছে মেয়েরা। প্রথম হয়েছেন শ্রুতি শর্মা। দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলার মেয়ে অঙ্কিতা আগরওয়াল। তৃতীয়স্থান পেয়েছেন গামিনী সিংলা। আর চতুর্থস্থানে রয়েছেন ঐশ্বর্য বর্মা। পঞ্চমস্থানে রয়েছেন উৎকর্ষ দ্বিবেদী। বঙ্গ তনয়াদের এই অনবদ্য সাফল্যে উৎফুল্ল মমতাও।