প্রবল জনরোষের জের, অশালীন বিজ্ঞাপন বাতিল করল ডিও সংস্থা

সম্প্রতি একটি বডি স্প্রে’র অশালীন বিজ্ঞাপন নিয়ে তোলপাড় হয়েছিল নেটদুনিয়া। এমনকি ভারত সরকারের ভর্ৎসনার মুখেও পড়তে হয় সংস্থাকে। প্রবল জনরোষের জেরে এবার মুখরুক্ষা করতে আসরে নামল ডিও প্রস্তুতকারক ব্র্যান্ডটি। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে ক্ষমা চাইল তারা। সেই সঙ্গে নিজেদের বিজ্ঞাপন নিয়ে সাফাইও দিল সংস্থাটি।
সামাজিক মাধ্যমে সংস্থা পোস্ট করে জানায়, “আমাদের বিজ্ঞাপন অনেককেই আঘাত করেছে। আমরা তার জন্য ক্ষমাপ্রার্থী। সমস্ত অনুমতি পাওয়ার পরই বিজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছিল। কিন্তু এর মাধ্যমে আমরা কোনও মহিলার ভাবাবেগে আঘাত করতে কিংবা অপমান ও অসম্মান করতে চাইনি।”
এই বিজ্ঞাপনে ধর্ষণকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, এই মর্মেই ক্ষোভে ফেটে পড়েন জনতা। তাতে এক চরিত্রকে বলতে দেখা যায়, “আমরা চারজন আর ও একা। শট কে নেবে?” তা নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক। জনতার চাপে বাধ্য হয়ে নড়ে চড়ে বসে কেন্দ্রীয় সরকার। টুইটার (Twitter) ও ইউটিউবকে লেয়ার শট বডি স্প্রে’র (Layer’r Shot Body Spray) বিজ্ঞাপনটি প্রত্যাহার করতে নির্দেশ দেয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রক (Ministry of Information and Broadcasting)।