বিবিধ বিভাগে ফিরে যান

আজ গঙ্গা দশহরা, জেনে নিন পুজোর শুভ মুহূর্ত

June 9, 2022 | < 1 min read

ছবি সৌজন্যেঃ হিন্দুস্তান টাইমস বাংলা

জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের দশমী তিথিতে পালিত হয় গঙ্গা দশহরা অর্থাৎ গঙ্গা দশমী। পুরাণ মতে, এই দিন গঙ্গা পৃথিবীতে অবতরণ করেন। তাই এই দিন গঙ্গা পুজোর রীতি চালু হয়। কথায় বলে, গঙ্গা দশহরার দিনে গঙ্গায় স্নান করার পর দান করলে সমস্ত পাপ ধুয়ে যায়।

আজ সকাল ৮টা ২৩ মিনিট থেকে দুপুর ২টো ৫ মিনিট পর্যন্ত শুভক্ষণ থাকবে। পাশাপাশি, সকাল ১১টা ৫১ মিনিট থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত সফলতা যোগ আছে। এই সময়গুলি স্নান ও দানের জন্য শ্রেষ্ঠ।

শাস্ত্রমতে গঙ্গা দশমীর দিন সূর্যদেবকে জলের অর্ঘ্য অর্পণ করে যদি কেউ দান করেন তাহলে তাঁর মোক্ষ লাভ হতে পারে। যা দান করবেন, সব যেন ১০ এর সংখ্যায় হয়। এদিন আপনি অন্ন, জল, ফল, বস্ত্র, ঘী, নুন, চিনি ইত্যাদি দান করতে পারেন। এতে আপনার মঙ্গল হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Ganga, #Ganga dussehra, #Worship

আরো দেখুন