রাজ্য বিভাগে ফিরে যান

বিধানসভায় আজ বিধায়কদের পরিষদীয় রাজনীতির ক্লাস নেবে তৃণমূল

June 10, 2022 | < 1 min read

আজ, শুক্রবার বিধানসভায় তৃণমূলের বিধায়কদের পরিষদীয় রাজনীতির পাঠ দেবেন শীর্ষ নেতৃত্ব। ইতিমধ্যেই সব বিধায়ককে তৃণমূলের তরফে মোবাইল মেসেজ পাঠানো হয়েছে বৈঠকে থাকার জন্য। তবে দলবদল করে তৃণমূলে যাওয়া বিধায়করা বৈঠকে ডাক পাননি। বৈঠক দুপুর ২টোয়।

রাজ্যে বিধানসভার অধিবেশন শুক্রবার থেকে শুরু হচ্ছে। এই অধিবেশনে শিক্ষা সংক্রান্ত বেশ কয়েকটি বিল আসতে চলেছে বলে জানা যাচ্ছে। ফলে অধিবেশন শুরুর আগেই বৈঠক ডাকা হয়েছে তৃণমূলের পরিষদীয় দলের তরফে। বিধানসভা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে বিধায়কদের সঙ্গে, জানিয়েছেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

জানা যাচ্ছে, শুক্রবারের বৈঠকে বেশকিছু নির্দেশিকা দেওয়া হতে পারে তৃণমূলের বিধায়কদের। বিশেষ করে সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে বিরোধীদের কীভাবে জবাব দেবেন বিধায়করা, নিয়েও দিক নির্দেশ করা হবে। অধিবেশন চলাকালীন বিধায়করা যাতে সবসময় বিধানসভায় উপস্থিত থাকেন, সেই বার্তা দেওয়া হবে তৃণমূলের তরফে। এবারের অধিবেশনে কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও তৃণমূল সুর আরও চড়া করবে বলেই জানা যাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#politics, #MLA, #WB Legislative Assembly, #tmc

আরো দেখুন