দেশ বিভাগে ফিরে যান

লাফিয়ে বাড়ছে দেশের করোনা সংক্রমণ, টানা দুদিন ৮ হাজারের বেশি আক্রান্তের সংখ্যা

June 12, 2022 | < 1 min read

হু হু করে বাড়ছে দেশের করোনা গ্রাফ। পরপর দু’দিন দেশের দৈনিক আক্রান্ত ৮ হাজারের বেশি। উদ্বেগ বাড়াচ্ছে মহারাষ্ট্র, দিল্লির মত রাজ্যগুলি। চতুর্থ ঢেউ কি তবে শুরু হয়ে গেছে?

রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৫৮২ জন। দেশে করোনার সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৪ হাজার ৫১৩ জন। যা গতকালের থেকে ৪ হাজার ১৪৩ জন বেশি।

ইতিমধ্যেই দৈনিক পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ২.৩০ শতাংশের কাছাকাছি। এখনও পর্যন্ত দেশজুড়ে কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৭৬১ জন। এদিকে, দেশজুড়ে কমছে সুস্থতার হার। এখন পর্যন্ত সারা দেশে ৪ কোটি ২৬ লক্ষ ৫২ হাজার ৭৪৩ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন মাত্র ৪ হাজার ৪৩৫ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮.৬৮ শতাংশ।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid19, #India Fights Corona, #Covid India, #Coronavirus

আরো দেখুন