রাজ্য বিভাগে ফিরে যান

হাওড়ায় দাঙ্গা লাগাতে যাচ্ছিলেন শুভেন্দু? প্রকাশ্যে এল বিস্ফোরক দাবি

June 12, 2022 | < 1 min read

ফাইল ছবি। সৌজন্যেঃ PTI

বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে উত্তপ্ত গোটা দেশ। রাজ্যে রাজ্যে চলছে প্রতিবাদ। কোথাও হিংসার মাত্রা ছড়িয়েছে জনতার আক্রোশ। সেই আঁচ এসে পৌঁছেছে বাংলাতেও। পরপর দুদিন অবরোধ, প্রতিবাদের জেরে সরগরম হাওড়া। জেলার কিছু জায়গায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। আর এই আগুনে ঘী ঢালতে আসরে নেমেছে বিজেপি।

আজ কাঁথি থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু তাঁকে পথেই আটকে দেয় পুলিশ। আর এই ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু বলেন, “শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) নিশ্চয়ই দাঙ্গা লাগাতে গিয়েছিল, তাই প্রশাসন আটকেছে। প্রশাসন ভাল কাজ করেছে।”

দেবাংশু আরও বলেন, “শুভেন্দু অধিকারীর মতো একটা সাম্প্রদায়িক লোককে বাড়ি থেকে বেরতে দেওয়াটাই উচিত নয়। অসমের তিনসুকিয়ায় যখন বাঙালিরা খুন হয়, তখন তৃণমূল গেলে তাদের আটকানো হয়। দিল্লির জাহাঙ্গীরপুরী, হাথরসে আটকানো হয়। কিন্তু ওরা এরাজ্যে বহাল তবিয়তে ঘুরে বেড়াতে পারেন।”

TwitterFacebookWhatsAppEmailShare

#howrah, #suvendu adhikari, #Debangshu Bhattacharya

আরো দেখুন