দেশ বিভাগে ফিরে যান

ডবল ইঞ্জিন ত্রিপুরায় জঙ্গল রাজ, আক্রান্ত তৃণমূলের মহিলা প্রার্থী

June 19, 2022 | < 1 min read

ত্রিপুরায় (Tripura) ফের আক্রান্ত তৃণমূল (TMC)। উপনির্বাচনের মহিলা প্রার্থীর উপর আক্রমণ চালাল বিজেপি আশ্রিত (BJP) দুষ্কৃতীরা। শনিবার প্রচারে গিয়ে আক্রান্ত হলেন তৃণমূল প্রার্থী পান্না দেব। তাঁর গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। এমনকী, গাড়ি থেকে মহিলা প্রার্থী-সহ গাড়ির চালককে টেনে নামিয়ে মারা হয় বলে অভিযোগ। যদিও প্রার্থীর বড় কোনও চোট আঘাত লাগেনি।

শনিবার আগরতলায় তৃণমূলের পথসভা ছিল। ইন্দ্রনগরের কাছে সেই কর্মসূচিতে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন পান্না দেব। স্কুলের কাছে তাঁর গাড়ি আটকে ভাঙচুর করা হয়। এমনকী, প্রার্থীকে টেনে হিঁচড়ে গাড়ি থেকে বের করে আনা হয়। এই ঘটনায় অভিযোগ দায়ের করেছে ঘাসফুল শিবির। যথারীতি ঘটনার দায় অস্বীকার করেছে বিজেপি।

এই ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল। টুইটারে দলের তরফে লেখা হয়, ত্রিপুরায় বিজেপির গুন্ডারা নিজেদের স্বরূপ দেখাচ্ছে। সবটাই হচ্ছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার চোখের সামনে। এটা সুবিচার তো?

TwitterFacebookWhatsAppEmailShare

#tripura, #bjp, #tmc

আরো দেখুন