রাজ্য বিভাগে ফিরে যান

ত্রিপুরায় ভয়ের পরিবেশ তৈরি করেছে বিজেপি: অভিষেক

June 20, 2022 | < 1 min read

আগামী ২৩ জুন ত্রিপুরায় মহারণ। চারটি বিধানসভা আসনে হবে উপনির্বাচন। একদিকে যেমন বিজেপির নতুন মুখ্যমন্ত্রী তাঁর ভিত শক্ত করতে চাইছেন, অন্যদিকে বিরোধীরাও এই সরকারকে উৎখাত করার লক্ষ্যে এই নির্বাচনকে পাখির চোখ করেছে। আর শেষবেলার প্রচারে ঘাসফুল শিবিরকে অক্সিজেন জোগাতে ত্রিপুরা পৌঁছে গেছেন তৃণমূলের (TMC)সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

আজ আগরতলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক ত্রিপুরার জনতার কাছে আর্জি জানান বিজেপি বিরোধী সব ভোট তৃণমূলকে দিতে। তিনি তাঁর বক্তব্যে ত্রিপুরাসর বেহাল দশার কথা তুলে ধরেন। তাঁর সংকল্প, রাজ্যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে তৃণমূল থাকবে।

এক নজরে অভিষেকের বক্তব্য:

  • প্রকৃত পরিবর্তনের দোরগোড়ায় ত্রিপুরা
  • সিপিএমের সন্ত্রাসকে হার মানিয়েছে বিজেপির পাঁচ বছরের সরকার
  • ত্রিপুরায় ভয়ের পরিবেশ তৈরি করেছে বিজেপি
  • তৃণমূল কর্মীদের মিথ্যা মামলা দিয়ে জেলে ঢোকাচ্ছে, এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে
  • ত্রিপুরায় বেকারত্বের হার ১৮ শতাংশ, বাংলায় ৪ শতাংশ
  • ত্রিপুরায় স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন হয়নি কেন
  • ত্রিপুরায় যতদিন না গণতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে ততদিন তৃণমূল থাকবে
  • ১ ঘন্টা বৃষ্টি হলেই বুক অবদি জল দাঁড়িয়ে যাচ্ছে। এইতো স্মার্ট সিটির নমুনা
  • বৃষ্টিতে তৃণমূল কংগ্রেস কর্মীরা পথে নেমে মানুষের সাহায্য করেছে, আর CM, MLA রা পালিয়ে গিয়ে ভার্চুয়াল করছেন
  • নারী সুরক্ষা, বেকার যুবকদের কর্মসংস্থান থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে আমরা পথে নেমেছি।
  • ত্রিপুরার মানুষের কাছে আমি অনুরোধ করব আসুন আমাদের সম্মিলিত ভাবে এই স্বৈরাচারী বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে
  • বিজেপি বিরোধী সব ভোট যেন তৃণমূলে পড়ে
  • অবিলম্বে কৈলাস বিজয়বর্গীয়কে বহিষ্কার করুক বিজেপি
  • অপরিকল্পিতভাবে অগ্নিপথ প্রকল্পের ঘোষণা করেছে কেন্দ্র
TwitterFacebookWhatsAppEmailShare

#tripura, #bjp, #abhishek banerjee

আরো দেখুন