খেলা বিভাগে ফিরে যান

ভিলেন বৃষ্টি, ভেস্তে গেল শেষ ম্যাচ! অমীমাংসিত ভারত – দক্ষিণ আফ্রিকা T-20 সিরিজ

June 20, 2022 | < 1 min read

বৃষ্টির জেরে ভেস্তে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে গেল শেষ T-20 ম্যাচ। ফলে ২-২-তেই শেষ হল সিরিজ। অমীমাংসিত রয়ে গেল এই সিরিজ। রবিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ছিল শেষ ম্যাচ। কিন্তু ভিলেন হয়ে দাঁড়ালো বৃষ্টি।

পূর্বাভাস আগেই ছিল। শনিবারও বৃষ্টি হয়েছিল বেঙ্গালুরুতে। আবহবিদরা জানিয়েছিলেন, রবিবারও বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই পূর্বাভাস সত্যি করেই সন্ধ্যায় নামে বৃষ্টি। যে কারণে টস হয়ে গেলেও খেলা শুরু হতে দেরি হয়। ৭টার বদলে ম্যাচ শুরু হয় ৭টা ৫০ মিনিটে। ওভার কমিয়ে করা হয় ১৯।

প্রথমে ব্যাট করতে নেমেই প্রথম ওভারে জোড়া ছক্কা মারেন ইশান কিষান। তবে ১৫ রান করেই ফেরেন প্যাভিলিয়নে। ব্যাট হাতে এদিন ব্যর্থ হন ঋতুরাজ গায়কোয়াড়ও (১০)। কিন্তু তিন ওভারের মাঝামাঝি ফের ঝমঝমিয়ে নামে বৃষ্টি। দীর্ঘ অপেক্ষার পর জানিয়ে দেওয়া হয়, ম্যাচ বাতিল। ফলে, সিরিজ ২-২ অমীমাংসিত রয়ে গেল।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #South Africa, #rainfall, #t20

আরো দেখুন