দেশ বিভাগে ফিরে যান

২৭ জুন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, মাসের শেষে সমস্যায় পড়বেন গ্রাহকরা

June 23, 2022 | < 1 min read

আগামী ২৭ জুন দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের (Bank Strike) ডাক ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলির। পাঁচ দফা দাবিতে ফের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে তারা। ধর্মঘটের ফলে মাসের শেষে সাধারণ মানুষ সমস্যায় পড়তে পারেন বলেই আশঙ্কা করা হচ্ছে।

যে দাবিতে ধর্মঘট ডাকা হয়েছে:

প্রথমত, প্রতি সপ্তাহে শনি এবং রবিবার ছুটির দাবি রয়েছে তাঁদের। সাধারণত, প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ছুটি থাকে কর্মীদের।

দ্বিতীয়ত, বেতন বৃদ্ধির দাবিও জানিয়েছে সংগঠনগুলি।

তৃতীয়ত, ২০১০ সালে এপ্রিলের পর থেকে ব্যাঙ্ক কর্মী এবং অফিসারদের জন্য এপিএস ব্যবস্থা তুলে নেওয়ার দাবিও জানিয়েছেন কর্মী সংগঠনের সদস্যরা।

চতুর্থত, আন্দোলনকারীরা পুরনো পেনশন ব্যবস্থা চালু করার দাবিও জানিয়েছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার মুখ্য লেবার কমিশনার এস সি জোশীর সঙ্গে ব্যাঙ্ক কর্মী সংগঠনের সদস্যদের বৈঠক হয়। তবে দাবিপূরণের কোনও আশ্বাস মেলেনি। তাই আগামী ২৭ জুনে ব্যাঙ্ক ধর্মঘটের সিদ্ধান্তে অনড় তারা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bank Strike

আরো দেখুন