কোহলির ব্যাটে খরা অব্যাহত, লেস্টারশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ফিরলেন ৩৩ রানে
সচিন পরবর্তী যুগে ভারতীয় অন্যতম বড় তারকা হলেন বিরাট। আন্তর্জাতিক ক্রিকেটে এক যুগ কাটিয়ে ফেলে আজ তিনিই ভারতের ভরসা। কিন্তু হালে তাঁর ব্যাটে খরা চলছে। সামনেই ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচ। দুবেলা নেটে ব্যাট করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। কিন্তু রানের আকাল কাটছে না কোন মতেই, লেস্টারশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেলতে নেমে ফের কম রানে থামলেন বিরাট কোহলি।
৩৩ রান করেই ফিরতে হল কোহলিকে, বড় রানের ইনিংস খেলতে পারলেন না। টেস্টে কী হবে তা এখনই বলা যায় না। প্রস্তুতি ম্যাচে খরা কাটানোর সুযোগের সদ্ব্যবহার করতে ব্যর্থ হলেন কিং কোহলি।
অসমাপ্ত টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। এই টেস্ট জিতলেই তৈরি হবে নজির। তাই প্রস্তুতি তুঙ্গে রাখতে কোনরকম ত্রুটি রাখছে না ভারতীয় বিগ্রেড। লেস্টারশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলছে ভারতীয় দল। সকলকে অবাক করে ভারতীয় দলের চার খেলোয়াড়কে বিপক্ষ শিবিরে নামানো হয়েছে। ভারতীয় ব্যাটিংয়ের শিরদাঁড়ায় ধস নামিয়েছেন তারা। টসে জিতে ব্যাটিং নেন অধিনায়ক রোহিত। ৩৫ রানেই প্রথম উইকেটের পতন হয়। তারপরেই ব্যর্থ হয়ে একে একে ফিরে যান আন্তর্জাতিক ক্রিকেটে পনেরো বছর পূর্ণ করে ফেলা রোহিত, হনুমা বিহারী, শ্রেয়স আইয়ার, রবীন্দ্র জাদেজারা। ৮১ রানে পাঁচ উইকেট হারায় ভারত। এই সময় শ্রীকর ভরতের সঙ্গে জুটি বেঁধে লড়তে থাকেন কোহলি। ৬৯ বলে ৩৩ রানের ইনিংসে চারটি চার এবং একটি ওভার বাউন্ডারি হাঁকান প্রাক্তন ভারত অধিনায়ক।
কোহলি- ভরত জুটির হাত ধরে ম্যাচে ফিরতে শুরু করে ভারত, কিন্তু তখনই হয় ছন্দপতন। রোমান ওয়াকারের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান কোহলি। ফের একবার ভাল শুরু করে, বড় রানের আশা জাগিয়েও ব্যর্থ হলেন কিং কোহলি। ২০১৯ সালে শেষবারের মতো তাঁর ব্যাট থেকে শতরান এসেছিল। কিং কোহলির অফ ফর্ম নিয়ে কাঁটাছেড়া করেছেন সকলেই, বিশেষজ্ঞ থেকে আমজনতা সবার আলোচনার কেন্দ্রে কোহলির অফ ফর্ম।
প্রসঙ্গত, কদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। শারীরিক অসুস্থতার কারণে তাঁর প্রস্তুতি ব্যাহত হাওয়ার সম্ভাবনাও থাকছে।