আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

Monkey Pox কে মহামারি ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য নেটওয়ার্ক

June 24, 2022 | < 1 min read

একে করোনায় স্বস্তি নেই, Monkey Pox দোসর। বিশ্বে নতুন আতঙ্কের নাম Monkey Pox। তিমধ্যেই ৫৮টি দেশে ৩৪১৭ টি নিশ্চিত মাঙ্কিপক্সের ঘটনা ধরা পড়েছে। বিশ্ব স্বাস্থ্য নেটওয়ার্ক (WHN) ইতিমধ্যেই মাঙ্কিপক্সকে মহামারি ঘোষণা করছে। কারণ এই রোগটি দ্রুত একাধিক দেশে ছড়িয়ে পড়ছে।

৭ মে ইংল্যান্ডে প্রথম ধরা পড়ে Monkey Pox এর ঘটনা। এরপর ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে ছড়িয়ে গিয়েছে এই ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য নেটওয়ার্ক বিভিন্ন দেশকে আতঙ্কিত হতে না করেছে। WHN তাদের সতর্ক করে এই রোগ নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে।

প্রসঙ্গত, ১৯৫৮ সালে প্রথম Monkey Pox এর ভাইরাসের হদিস মেলে। কঙ্গোতে ১৯৭০ সালে প্রথম মানবদেহে এই ভাইরাসের সংক্রমণ চিহ্নিত করা হয়। এর পর ২০১৮ সালে ব্রিটেনে এই ভাইরাসে আক্রান্ত এক রোগীর খোঁজ পান বিশেষজ্ঞরা। কিন্তু সেবার ছড়ায়নি সংক্রমণ। কিন্তু এবার মহামারির আকার ধারণ করেছে এই রোগ।

TwitterFacebookWhatsAppEmailShare

#WHO, #Monkey Pox

আরো দেখুন