বিনোদন বিভাগে ফিরে যান

খোলা হল রাইলস টিউব, ক্রিয়েটিনিনের মাত্রা কমলেও পুরোপুরি বিপদমুক্ত নন তরুণ মজুমদার

June 28, 2022 | < 1 min read

১০ দিন পেরিয়ে গেলেও এখনও এসএসকেএমে ভর্তি রয়েছেন বর্ষীয়ান চিত্রপরিচালক তরুণ মজুমদার। তবে অবশেষে আশার আলো, সোমবার ২৭ জুন রাতেই তরুণ মজুমদারের রাইলস টিউব খুলে দেওয়া হয়েছে। গলায় ব্যথা থাকার কারণে পরিচালক কথা বলতে পারছেন না। কিন্তু এই মুহূর্তে লিখেই মনের ভাব ব্যক্ত করছেন এই বর্ষীয়ান চিত্রপরিচালক।

সোমবার ২৭ জুন বিকেলের রিপোর্ট অনুযায়ী, এখনও পুরোপুরি বিপদমুক্ত নন পরিচালক। তাঁর কিডনির সমস্যা আছে। বয়সের কারণে প্রবীণ এই পরিচালকের দেহে ক্রিয়েটিনিনের মাত্রা নিয়ন্ত্রণে আনা কঠিন। তিন দিন আগেই তাঁর অবস্থা খুবই সঙ্কটজনক হয়ে গিয়েছিল। শুক্রবার তাঁর ডায়ালিসিসও করা হয়েছিল। যদিও বিগত তিন দিন তাঁর ডায়ালিসিসের প্রয়োজন পড়েনি।

তাঁর শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা কমেছে। মঙ্গলবার ২৮ জুন বিকেলের দিকে পরিচালকের এমআরআই হওয়ার কথা রয়েছে। তন্দ্রাচ্ছন্নভাব কিছুটা কাটলেও এখনও সিসিইউতেই রয়েছেন তিনি। ​​নেফ্রোলজি, ক্রিটিক্যাল কেয়ার, মেডিসিন এবং হৃদরোগ বিশেষজ্ঞসহ পাঁচ সদস্যের চিকিৎসক দলের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#film director, #Health Update, #Tarun Majumdar

আরো দেখুন