আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

কমছে কলকাতা-ঢাকার দূরত্ব, পদ্মা সেতুর উপর দিয়েই ছুটবে ‘সৌহার্দ্য’

June 28, 2022 | < 1 min read

করোনার কারণে দীর্ঘ সময় বন্ধ ছিল ভারত-বাংলাদেশ যাত্রী পরিষেবা। প্রায় আড়াই বছর পরে ফের চালু হল এই আন্তর্জাতিক বাস পরিষেবা। সদ্য উদ্বোধন হওয়া পদ্মা সেতুর উপর দিয়েই ছুটবে সৌহার্দ্য। এর ফলে কলকাতা থেকে ঢাকা পর্যন্ত বাসযাত্রার সময় কমবে প্রায় চার ঘণ্টা বলে জানিয়েছে পেট্রাপোল সীমান্ত বাস পরিষেবা সংগঠনের পক্ষ থেকে। করুণাময়ী বাস টার্মিনাল থেকেই এই যাত্রিবাহী বাস যাতায়াত করবে।

প্রতি সোম, বুধ ও শুক্রবার সকাল সাতটায় এই বাস সল্টলেকের করুণাময়ী আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে ছাড়বে। ঢাকা থেকে এই বাস মঙ্গল, বুধ ও শুক্রবার রওনা দেবে ঢাকার কমলাপুরের বিআরটিসি বাস টার্মিলাল থেকে। কলকাতা-ঢাকার বাসভাড়া থাকছে ১ হাজার ৪০০ টাকাই।

ইতিমধ্যেই বেসরকারি উদ্যোগে চালু হয়েছে কলকাতা-ঢাকা-আগরতলার মধ্যে বাস চলাচলও। এই বাস কলকাতা থেকে সোম, বুধ ও শুক্রবার করুণাময়ী বাস টার্মিনাল থেকে ছাড়বে দুপুর পৌনে ১২টায়। আগরতলা থেকে ছাড়বে পরের দিন বিকেল চারটের সময়। কলকাতা থেকে আগরতলার ভাড়াও আগের মতো ১ হাজার ৮০০ টাকা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata Dhaka bus service, #bus service, #Souhardya

আরো দেখুন