গতকাল উদয়পুরে ঘটে যাওয়া নারকীয় হত্যাকাণ্ড নিয়ে আলোড়ন শুরু হয়েছে গোটা দেশে। এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। উদয়পুরের ঘটনা নিয়ে এবার মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন টুইট করে মুখ্যমন্ত্রী লেখেন, হিংসা এবং উগ্রপন্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পাশাপাশি তিনি জানিয়েছেন, এই ঘটনায় আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া উচিত। একই সাথে তিনি সবার কাছে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
Violence and extremism are UNACCEPTABLE, no matter what!
I STRONGLY CONDEMN what happened in Udaipur.
As law takes its own course of action, I urge everyone to maintain peace.
প্রসঙ্গত, রাজস্থানের উদয়পুরে এক ব্যক্তির শিরচ্ছেদের ঘটনা ঘিরে উত্তাল দেশ। অভিযুক্ত গৌস মহম্মদ ও রিয়াজকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে, পয়গম্বরকে নিয়ে নুপূর শর্মার মন্তব্যকে সমর্থন করে এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তারপরই সেই ব্যক্তিকে শিরচ্ছেদ করে খুন করা হয়। সেই ঘটনায় অভিযুক্ত এই দুই ব্যক্তি।