উদয়পুরের মুণ্ডুচ্ছেদের ঘটনায় বিজেপি যোগ, সংবাদমাধ্যমে প্রকাশিত ছবি ঘিরে জল্পনা
July 2, 2022 | < 1min read
সংবাদমাধ্যমে ভাইরাল হওয়া ছবি
রাজস্থানের উদয়পুরের মুণ্ডুচ্ছেদের ঘটনার চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে এল। এই নৃশংস ঘটনায় গ্রেফতার হওয়া রিয়াজ আখতারি এবং গউস-এর সঙ্গে বিজেপি’র সম্পর্কের কথা সামনে আনে সর্বভারতীয় একটি সংবাদমাধ্যম।
ওই সংবাদমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা যাচ্ছে, রিয়াজকে মালা পরাচ্ছেন ইরশাদ চেনওয়ালা নামের এক বিজেপি নেতা। দলের সংখ্যালঘু সেলের নেতৃত্বের সঙ্গে রিয়াজের একাধিক ছবি ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়াতে।
এরপর থেকেই সুর চড়াতে শুরু করে বিরোধীরা। দাবি করা হয়, রিয়াজ একজন বিজেপি কর্মী। সেই কারণেই বিজেপি’র একাধিক নেতৃত্বের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা। উদয়পুরের ঘটনার সঙ্গে বিজেপি’র যোগেরও দাবি করা হচ্ছে।
কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী ওই ছবি টুইট করে লেখেন, আমি অবাক নই। আপনি কি অবাক?