দেশ বিভাগে ফিরে যান

মণিপুরে ধসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়ে ৮১

July 2, 2022 | < 1 min read

মণিপুরে ভয়াবহ ধসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়ে হয়েছে ৮১ জন। এদের মধ্যে ১৮ জন টেরিটোরিয়াল আর্মির জওয়ান। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ বলেন এটি রাজ্যের ইতিহাসে সবচেয়ে খারাপ ঘটনা।

প্রায় ৫৫ জন এখনও ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন। মৃতদেহগুলি উদ্ধার করতে আরও দু’তিন দিন সময় লাগবে বলে জানান তিনি। ধসের কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১। উদ্ধারকাজ খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। গতকাল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার জন্য শোকবার্তা দেন।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ধসে এখনও ১২ জন টেরিটোরিয়াল আর্মির জওয়ান নিখোঁজ। উদ্ধার কাজ এখনও চলছে। মৃতদেহ খুঁজে বার করতে ব্যবহার করা হচ্ছে স্নিফার ডগ। উদ্ধারকাজে নামানো হয়েছে ভারতীয় সেনা বাহিনী, অসম রাইফেলস ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও। ওয়াল ব়্যাডারের মাধ্যমেও চলছে উদ্ধার কাজ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Manipur Landslide

আরো দেখুন