রাজ্য বিভাগে ফিরে যান

ফের বৃষ্টির ভ্রুকুটি উত্তরে, ভিজবে কোন কোন জেলা?

July 5, 2022 | < 1 min read

বুধবার থেকে উত্তরবঙ্গে (North Bengal) ফের বাড়বে বৃষ্টি। মঙ্গলবারও উত্তরের জেলাগুলিতে শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির (Heavy Rain) সম্ভাবনা রয়েছে।

একদিকে উত্তর বৃষ্টিতে ভিজছে, অন্যদিকে গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। তবে আবহাওয়া দপ্তর বলছে, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গেও ঝেঁপে নামবে বৃষ্টি। কলকাতায় এদিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং ২৮ ডিগ্রি সেলসিয়াস।

এই মুহূর্তে উত্তর ওডিশা এবং ঝড়খণ্ডের উপর একটা নিম্নচাপ অবস্থান করছে। আরেকটা অক্ষরেখা অতিক্রম করছে জয়সলমীরের উপর দিয়ে। এই দুটো পশ্চিমবঙ্গের দক্ষিণ-পশ্চিমে অংশে পড়ছে। যার জেরেই বুধবার থেকে উত্তরবঙ্গে এবং বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Weather forecast, #Heavy Rain

আরো দেখুন