আইনি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে নূপুরের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নিচ্ছে পুলিশ
July 7, 2022 | < 1min read
কলকাতা পুলিশের থেকে আবার বিজেপি নেত্রী নূপুর শর্মার কাছে নোটিস গেল। পূর্ব কলকাতার নারকেলডাঙা থানা ও উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিট থানার সহ কলকাতার বিভিন্ন থানায় সম্প্রীতি ভাঙার চেষ্টা, হিংসা ছড়ানোর অভিযোগে অন্তত দশটি মামলা দায়ের হয়েছে এই বিজেপি নেত্রীর বিরুদ্ধে।
এর আগে নারকেলডাঙা থানা ও আমহার্স্ট স্ট্রিট থানার তলব এড়িয়ে যান নূপুর। পুলিশের কাছে সময় চান ই-মেল পাঠিয়ে। তাঁর বিরুদ্ধে জারি হয় লুক আউট নোটিস। এর পর দ্বিতীয়বারের জন্য নূপুর শর্মাকে থানার তদন্তকারী আধিকারিকের সঙ্গে তাঁকে দেখা করতে বলে তলব করে নোটিস দেয় নারকেলডাঙা থানার পুলিশ। জানা যাচ্ছে, এবারও তিনি সময় চেয়েছেন। এদিকে এই বিষয়ে আইনি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে পুলিশ পরবর্তী পদক্ষেপ নিচ্ছে।