রাজ্য বিভাগে ফিরে যান

‘এক‌ ডাকে অভিষেক’ কর্মসুচিতে বিপুল সাড়া, ১ মাসের আগেই দেড় লক্ষ ফোন কল

July 11, 2022 | < 1 min read

১৮ জুন ‘এক ডাকে অভিষেক’ কর্মসূচির ঘোষণা করেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। টোল ফ্রি এই হেল্পলাইন নম্বরে ‘দিদিক বলো’র মতো ফোন করে যে কোনও সমস্যার কথা জানাতে পারে মানুষ।

এখনও এক মাস হয়নি। এর মধ্যেই এই কর্মসূচিতে অভাবনীয় সাড়া মিলছে বলে তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ ফোন করছে ‘এক ডাকে অভিষেক’-এর টোল ফ্রি নম্বরে। আইন-শৃঙ্খলা এবং স্বাস্থ্য বিষয়ক যা যা অভিযোগ মানুষ জানাচ্ছে, সমস্তটাই যাতে তখনই সমাধান করা যায়, সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। যে অভিযোগগুলো আসছ, সেগুলো সংশ্লীষ্ট দপ্তরে বা বিভাগে পাঠানো হচ্ছে সমাধানের জন্য।

কেবল অভিযোগ নয়, এসেছে বেশ কিছু পরামর্শও। সামনে ২১ জুলাই। এরপর নিজের সংসদীয় এলাকার প্রতিটি বিধানসভায় প্রশাসনকে সঙ্গে নিয়ে মানুষের সমস্যা সমাধানে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস সূত্রে এরকমটাই জানা গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Diamond Harbour, #Ek Dake Abhishek, #abhishek banerjee

আরো দেখুন