উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

পাহাড়ে সপরিবারে নোবেলজয়ী অভিজিৎ

July 15, 2022 | < 1 min read

সপরিবারে পাহাড় সফরে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় (Abhijit Vinayak Banerjee)। শুক্রবার নোবেলজয়ী অর্থনীতিবিদ ও তাঁর পরিবার বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন। এরপর তাঁরা সোজা কার্শিয়াং চলে যান তাঁরা। আপাতত সেখানেই একটি রিসর্টে থাকবেন অভিজিৎ ও তাঁর পরিবার।

২০১৯ সালে অর্থনীতিতে নোবেল পান অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। অমর্ত্য সেনের পরে দ্বিতীয় বাঙালি হিসেবে অর্থনীতির ক্ষেত্রে এই সম্মানে ভূষিত হন অভিজিৎ। একইসঙ্গে নোবেল সম্মান পান তাঁর স্ত্রী এস্থার ডাফলোও। ২০১৩ সালে অভিজিৎ এবং এস্থার ডাফলো যুগ্মভাবে ‘আব্দুল লতিফ জামিল পভার্টি অ্যাকশান ল্যাব’ গড়ে তুলেছিলেন বিশ্বের দারিদ্র্য নিয়ে গবেষণার জন্যে। তাঁদের পরীক্ষামূলক গবেষণাকেই সম্মান জানায় নোবেল কমিটি।

রাজ্য সরকারের অতিথি হয়ে সপরিবারে পাহাড়ে এসেছেন অভিজিৎ। কার্শিয়াং থেকে দার্জিলিং যাওয়ার কথা তাঁদের।

TwitterFacebookWhatsAppEmailShare

#Abhijit Vinayak Banerjee, #Kurseong, #Darjeeling, #North Bengal

আরো দেখুন