দেশ বিভাগে ফিরে যান

গণতন্ত্র বাঁচাতে আমাকে ভোট দিন, দলমত নির্বিশেষে জনপ্রতিনিধিদের কাছে আবেদন যশোবন্তর

July 17, 2022 | < 1 min read

গণতন্ত্র রক্ষা করতে আমাকে ভোট দিন। কাল দেশের রাষ্ট্রপতি নির্বাচন। ভোট দেবেন সকল জনপ্রতিনিধি আর নির্বাচনের প্রাক্কালে শেষবারের মত প্রচার সারলেন বিরোধী শিবিরের রাষ্ট্রপ্রতি পদপ্রার্থী যশোবন্ত সিনহা (Yashwant Sinha)।

দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক দলের উদ্দেশে তাঁর বার্তা, “ধর্মনিরপেক্ষতা ও সংবিধানকে রক্ষা করতে ভোটে দাঁড়িয়েছি আমি। আমার প্রতিপক্ষ যে দলের হয়ে দাঁড়িয়েছেন, তারা গণতন্ত্রের স্তম্ভগুলিকে ধ্বংস করে সংখ্যাগুরুর আধিপত্য কায়েম করতে চায় এদেশে।”

যশোবন্ত লেখেন, “আমি ঐকমত্য ও পারস্পরিক সহযোগিতার রাজনীতিকে উৎসাহিত করতে চেয়ে ভোটে দাঁড়িয়েছি। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এমন এক দলের সমর্থনে দাঁড়িয়েছেন, যারা সংঘাত ও সংঘর্ষের রাজনীতি করতেই পছন্দ করেন।”

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, “শেষ পর্যন্ত দ্রৌপদী মুর্মু যদি জিতেও যান, তবে তিনি পরিচালিত হবেন এমন কিছু মানুষের দ্বারা, যাঁরা ভারতকে কমিউনিস্ট চিন বানতে চায়। এক রাষ্ট্র, একটিমাত্র রাজনৈতিক দল, একজন একনায়ক নেতা, এই সংস্কৃতিকে রোখা উচিত নয় কি আমাদের?”

তাঁর মতে, এই প্রবৃত্তি “রোখা উচিত বলেই মনে হয় আমার। আর আপনারাই তা রুখতে পারেন।”

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Yashwant Sinha, #President election, #presidential election

আরো দেখুন