দেশ বিভাগে ফিরে যান

বাড়বে সাধারণ মানুষের খরচের বোঝা, আজ থেকে নিত্যসামগ্রীতে বসছে GST

July 18, 2022 | < 1 min read

আজ থেকে আরও কিছুটা দামি হয়ে যাচ্ছে একগুচ্ছ নিত্যপ্রয়োজনীয় জিনিস৷ কারণ, চাল, ময়দা, মুড়ি খইয়ে মতো প্যাকেজাত দ্রব্যের উপরে বসছে GST৷ যদিও এই জিনিসগুলি খুচরো বিক্রি হলে এবং ক্রেতাদের সামনে প্যাকেটে ভরে দেওয়া হলে তার উপরে জিএসটি চাপবে না৷

এতদিন শুধুমাত্র ব্র্যান্ডেড চালের প্যাকেটের উপরেই জিএসটি বসানো হত৷ এবার থেকে ব্র্যান্ডড হোক বা ব্র্যান্ড বিহীন চাল, ময়দা, আটা, আগে থেকে প্যাকেটজাত হলে তার উপরে জিএসটি বসবেই৷ যে যে জিনিস গুলির উপরে জিএসটি বসছে, তার মধ্যে রয়েছে দই, লস্যি, বাটারমিল্ক৷ এই সবকিছুর উপরেই ৫ শতাংশ হারে জিএসটি বসছে৷

পনিরের উপরেও একই হারে জিএসটি বসানো হচ্ছে৷ সব ধরনের প্যাকেট জাত গুড়ের উপরেও বসবে পাঁচ শতাংশ হারে জিএসটি৷ প্রাকৃতিক মধু, প্যাকেটজাত মুড়ি, মুড়কি, চিঁড়ে, খই- এ সবকিছু কিনতে গেলেই সোমবার থেকে পাঁচ শতাংশ হারে জিএসটি দিতে হবে৷ চাল, আটা, ওটস-এর উপরেও পাঁচ শতাংশ হারে জিএসটি বসানো হবে৷ আটা, ময়দা, চালের গুঁড়োর উপরেও জিএসটি চাপছে৷

TwitterFacebookWhatsAppEmailShare

#GST

আরো দেখুন