দেশ বিভাগে ফিরে যান

‘খাদ্য-বস্ত্র-বাসস্থান’ সুনিশ্চিতকরণের দায় সরকারের, মোদী-শাহকে হুঁশিয়ারি খোদ সঙ্ঘের

July 25, 2022 | < 1 min read

মোদী সরকারের বিরুদ্ধে রণংদেহী সঙ্ঘ। বেঁচে থাকার জন্যে খাদ্য, বস্ত্র, বাসস্থান; এই তিনটি জিনিস আবশ্যক। মানুষের জীবন ধারণের প্রধান তিন প্রয়োজনীয় ভিত্তিকে নিশ্চিত করতে হবে দেশের সরকারকেই। কার্যত নাম উল্লেখ না করেই, মোদী সরকারকে সতর্কতামূলক হুঁশিয়ারি দিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ।

দেশজুড়ে মুদ্রাস্ফীতির কারণে গগনচুম্বী নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম। ক্রমবর্ধমান দ্রব্যমূল্য বৃদ্ধির জেরে নাজেহাল ভারতবাসী। ক্রমশ মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ তীব্রতর হচ্ছে। সঙ্ঘ ধারণা যেকোন সময় দেশবাসীর জনরোষের পড়তে পারে মোদী সরকার। তাই তড়িঘড়ি আসরে নামল সঙ্ঘ। কড়া ভাষায় মোদী সরকারকে সতর্ক করল আরএসএস। জীবনধারণের জন্যে প্রয়োজনীয় তিনটি জিনিস খাদ্য, বস্ত্র ও বাসস্থান সুনিশ্চিত করার দায় দেশে সরকারের, সেই দায় থেকে সরতে পারে না মোদী সরকার। তাই সরকারকেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নিদান দিয়েছে সঙ্ঘ।  

নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছে বিরোধী দলগুলি। অন্যদিকে খোদ সঙ্ঘের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবালের সতর্কবার্তাকে, গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। আরএসএস-এর ভারতীয় কিষান সঙ্ঘ, ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচারাল রিসার্চ এবং ভারতীয় এগ্রো ইকোনমিক রিসার্চ সেন্টারের উদ্যোগে একটি আন্তর্জাতিক আলোচনা সভায় আরএসএসের সাধারণ সম্পাদক বলেন, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে থাকুক, এটাই সাধারণ মানুষ চায়।

কৃষকদের উপর যাতে ঋণের বোঝা না চাপে, তাও সুনিশ্চিত করতে হবে সরকারকে। দ্রব্যমূল্যের বৃদ্ধি প্রসঙ্গে হোসাবালে বলেন, সরকারের উচিত এই বিষয়ে ভেবে দেখা। তখনই তিনি বলেন, খাদ্য, বস্ত্র ও বাসস্থানের মতো জীবনধারণের প্রয়োজনীয় তিন জিনিসকে মানুষের নাগালের মধ্যেই রাখার কথা বলেন। 

TwitterFacebookWhatsAppEmailShare

#narendramodi, #shelter, #clothing, #basic necessities, #Food, #India, #Amit shah, #bjp, #RSS

আরো দেখুন