রাজ্য বিভাগে ফিরে যান

ক্যাশমেমোতে জিএসটির উল্লেখ থাকলেই মিলবে ওষুধের খরচ, নির্দেশিকা রাজ্যের

August 3, 2022 | < 1 min read

এবার ওষুধের বিলে জিএসটির উল্লেখ থাকতে হবে, তবেই মিলবে খরচ। রাজ্যের অর্থ দপ্তর সম্প্রতি এমনই এক বিজ্ঞপ্তি জারি করেছে।

এখন থেকে রাজ্য সরকারি কর্মচারীদের স্বাস্থ্য প্রকল্পে ওষুধ খরচের টাকা পেতে হলে ওষুধ কেনার ক্যাশমেমোতে জিএসটির উল্লেখ রাখতে হবে। একইসঙ্গে ক্যাশমেমোতে জিএসটির ব্রেক আপ অর্থাৎ সিজিএসটি এবং এসজিএসটির উল্লেখ রাখার নিয়ম বাধ্যতামূলক করল রাজ্য।

অনলাইনে কেনা ওষুধপত্রের ক্ষেত্রেও সুবিধা পাওয়া যাবে বলেই জানা গিয়েছে। রাজ্যের স্বাস্থ্য প্রকল্প থেকেই খরচ মিলবে। যদিও এতদিন অবধি এই সুবিধা ছিল না। অনলাইনে ওষুধ বিকিকিনির ক্ষেত্রে ছাড় মেলে, কিন্তু রাজ্যের স্বাস্থ্য প্রকল্পের আওতাধীনরা এতদিন এই বিশেষ ছাড়ের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন। নয়া নির্দেশিকায় সরকারি কর্মচারীরা আদপে লাভবানই হলেন, এমনটাই মত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় নেতার। অপরদিকে, ওষুধের ক্যাশমেমোতে জিএসটির উল্লেখে থাকা আবশ্যক হওয়ার ফলে, রাজ্য সরকারের আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#State govts, #cashmemo, #GST

আরো দেখুন