শুক্রবার বীরভূমের সাঁইথিয়ায় সভা করার কথা শুভেন্দু অধিকারীর। জোর কদমে চলছিল তার প্রস্তুতি। কিন্তু তার আগে বৃহস্পতিবার রাতে বীরভূমের স্টেশন চত্বর-সহ বিভিন্ন জায়গায় দেখা যায় শুভেন্দু অধিকারীর নামে পোস্টার। পোস্টারের শুভেন্দুর ছবির দিয়ে লেখা- ‘‘চোর ধরো জেল ভরো।’’
উল্লেখ্য, নারদা তদন্তের শুরুতে প্রকাশ্যে এসেছিল একটি ভিডিও। সেখানে টাকা নিতে দেখা গিয়েছিল শুভেন্দুকে। সেই ভিডিওর ছবি ব্যবহার করা হয়েছে পোস্টারে। এই পোস্টারকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে উত্তেজনা ছড়িয়েছে এলাকায় এবং শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
এবার @MamataOfficial-র চালু করা এরাজ্যের অতি জনপ্রিয় ‘দুয়ারে সরকার’ প্রকল্পের ধাঁচে পাঞ্জাবে তা চালু করার সিদ্ধান্ত নিলেন আপ সরকারের মুখ্যমন্ত্রী @BhagwantMann