রাজ্য বিভাগে ফিরে যান

একান্তে নাড্ডা-শাহ সাক্ষাতে সুকান্ত, বাংলার শুকনো পদ্মবাগানের মালি বদল কি আসন্ন?

August 10, 2022 | < 1 min read

কার দখলে থাকবে বাংলার শুকনো পদ্ম বাগান? বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৮ আগস্ট রাতে সংসদভবনে নাড্ডার (JP Nadda) সঙ্গে বৈঠক সেরেছেন, আবার ৯ আগস্ট সন্ধ্যায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের (Rajnath Singh) সঙ্গেও সেরে ফেলেছেন বৈঠক। দিল্লির নেতাদের সঙ্গে বঙ্গ বিজেপির সভাপতির নিয়মিত একক মোলাকাত ঘিরে তুঙ্গে জল্পনা।

তবে কি বাংলায় হালে পানি পেতে বড়সড় সাংগঠনিক পরিবর্তনের কথা ভাবছে গেরুয়া শিবির? সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আবার কেউ কেউ বলছেন, ২৪-এ লোকসভা নির্বাচনকে সামনে রেখে ঘুঁটি সাজাতে ব্যস্ত নাড্ডা-শাহরা? যদিও সাক্ষাৎ প্রসঙ্গে মুখে তালা দিয়েছেন সুকান্ত। অন্যদিকে, বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদকদের নিয়ে বৈঠকে বসতে চলেছে দিল্লির নেতারা। কিন্তু সেই বৈঠকের জায়গা নিয়ে বেধেছে বিতর্ক। বিজেপির তরফে প্রথমে জানানো হয়েছিল, দিলীপ ঘোষের (Dilip Ghosh) বাড়িতেই বৈঠক হবে। কিন্তু সুকান্তর বক্তব্য অধিবেশন শেষ হয়ে যাওয়ায় সাংসদরা ফিরে গিয়েছেন। তাই তারা কলকাতাতেই বৈঠক করতে চাইছেন। তবে সুকান্তই (Sukanta Majumdar) চাইছেন না দিলীপের বাড়িতে বৈঠক হোক?

অন্যদিকে, বিগত সপ্তাহে দিল্লিতে থাকাকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়েছিলেন, ১১ আগস্ট উপরাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি হাজির থাকবেন। সেক্ষেত্রে, দিলীপের বাসভবনে বৈঠক হলে শুভেন্দু সেখানে উপস্থিত থাকতে পারতেন। কিন্তু এখন সেই বৈঠক ঘিরেই অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। এর এতেই ফের একবার বঙ্গ বিজেপির সুকান্ত-শুভেন্দু-দিলীপ তিন শিবিরের কোন্দল প্রকাশ্যে এসে পড়ল।

TwitterFacebookWhatsAppEmailShare

#sukanta majumder, #West Bengal, #Amit shah, #bjp, #suvendu adhikari, #BJP West Bengal

আরো দেখুন