অনব্রত মণ্ডলকে গরু পাচার কাণ্ডে তাঁর বাড়ি থেকে আটক করল সিবিআই
August 11, 2022 | < 1min read
তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকে তাঁর বোলপুরের বাড়ি থেকে আটক করল সিবিআই। বৃহস্পতিবারই তাঁকে কেন্দ্রীয় সরকারের হাসপাতালে পরীক্ষার পর জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হবে নিজাম প্যালেসে। আজ সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে অনুব্রতর বাড়ি ঘিরে রাখে সিবিআই। সেই সময় তাঁর বাড়িতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করে বলে জানা গিয়েছে।
গরু-পাচার মামলায় সিবিআইয়ের দশম বারের ডাক এড়িয়েছেন অনুব্রত মণ্ডল। সিবিআই তাঁকে বুধবার সকাল ১১টায় নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল, কিন্তু তিনি সেদিনও আসেননি। এরপর সিবিআই কী পদক্ষেপ করবে, তাই নিয়ে চলছে নানা জল্পনা।
২৫ নভেম্বর, শনিবার দেশের ১ লক্ষ ৬০ হাজার ‘আয়ুষ্মান ভারত-হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার’ তথা সুস্বাস্থ্য কেন্দ্রের নাম পাল্টাতে দেশের সব রাজ্যকে চিঠি পাঠিয়েছে মোদী সরকার