রাজ্য বিভাগে ফিরে যান

এবার স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় চোখের রোগের চিকিৎসা, উপকৃত হবেন হাজার হাজার মানুষ

August 13, 2022 | < 1 min read

রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী বিমা প্রকল্পের আওতায় সাধারণ মানুষ এবার নিখরচায় চক্ষু চিকিৎসার সুযোগ পাবে। রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে, তাঁরা এবার কলকাতা মেডিক্যাল কলেজের রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজিতে বিনামূল্যে চোখের রোগের চিকিৎসা এবং অপারেশনের সুযোগ পাবেন।

সম্প্রতি কলকাতা মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতি তাদের বৈঠকে এই সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে। চোখের চিকিৎসা এতদিন স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত ছিল না। জানা গেছে, এই প্রকল্পের আওতার বাইরে থাকা বিভিন্ন রোগের চিকিৎসা সম্পর্কে তথ্য চেয়ে জেলাগুলিকে চিঠি দেয় স্বাস্থ্যসাথী প্রকল্পের মূল্যায়ন কমিটি।

জেলার সেই তালিকায় থাকা বিভিন্ন রোগকে ক্রমান্বয়ে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনার প্রক্রিয়া শুরু করা হয়েছে। চোখের রোগের চিকিৎসাকে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনা হচ্ছে তারই প্রথম পর্বে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Swasthya Sathi, #operation, #eye diseases, #treatment

আরো দেখুন