দেশ বিভাগে ফিরে যান

বিক্ষোভের মুখে ত্রিপুরার উপ মুখ্যমন্ত্রী, বিধানসভা নির্বাচনের আগে চিন্তা বাড়াচ্ছে বিজেপির

August 27, 2022 | < 1 min read

বছর ঘুরলেই বিধানসভা ভোট ত্রিপুরায়। তার আগে নিজের এলাকাতেই সভা করতে গিয়ে তিপ্রামথার চ্যালেঞ্জের মুখে ত্রিপুরার উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। এর ফলে রাজ্য বিজেপির কপালের ভাঁজ আরও চওড়া হয়েছে।

শুক্রবার বিশ্রামগঞ্জের চড়িলাম বিধানসভা এলাকার হেরমা কমিউনিটি হলে বিজেপির একটি যোগদান সভার আয়োজন করা হয়। সেখানে পাতাল কন্যা জমাতিয়ার উপস্থিতির খবর চাউর হতেই তিপ্রামথা কর্মীসমর্থকদের মধ্যে ব্যপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। শুরু হয়ে যায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ। অভিযোগ, এলাকার সমস্যা সমাধানে দেববর্মার কোনও মাথাব্যাথা নেই।

পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশকে ছু‌ড়তে হয় কাঁদানে গ্যাসের সেল। মৃদু লাঠিচার্জও করা হয় বলে অভিযোগ। মাথার কয়েকজন কর্মী গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে শেষপর্যন্ত মোতায়েন করতে হয় কেন্দ্রীয় বাহিনী।

TwitterFacebookWhatsAppEmailShare

#tripura, #bjp, #Jishnu Dev Verma, #Tipra Motha

আরো দেখুন